ইন্দো-চিন সীমান্তে বায়ুসেনার টহল - Indian Air Force
🎬 Watch Now: Feature Video
ইন্দো-চিন সীমান্তে এবার শক্তি প্রদর্শন করল ভারত ৷ বর্ডারের নিকটবর্তী বিমানঘাঁটি থেকে সীমান্তবর্তী এলাকায় টহল দিল ভারতীয় যুদ্ধ বিমান মিগ-29 ও সুখোই -30MKI ৷ এছাড়া দেখা গেল অ্যাপাচি হেলিকপ্টারও ৷ 15 জুন গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন 20 ভারতীয় জওয়ান ৷ এরপরই সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে ৷