গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তির পথে হেঁটেছিল চম্বল - chambal
🎬 Watch Now: Feature Video
চম্বল বলতেই আমরা রুক্ষ শুক্ষ একটি বিস্তির্ণ এলাকা ভাবতাম । সেখানে গেলেই হয়ত ডাকাতে হাতে পড়তে হবে । কান ঘেঁষে চলবে কয়কটি গুলি । তবে এই চম্বলেই সঞ্চারিত হয়েছিল স্বাধীনতার চিন্তাধারা । স্বাধীনতা অর্জনের সেই অভিপ্রায় চম্বলে নিয়ে এসেছিল শান্তি । সেখানকার মানুষকে নতুন করে জীবন যাপনের এক লক্ষ্য পেতে সাহায্য করেছিল স্বাধীনতা সংগ্রাম । আর এই সবই সম্ভব হয়েছিল মহাত্মা গান্ধির অনুপ্রেরণায় ।