Diwali 2021 : নরকাসুরকে পুড়িয়ে দীপাবলির আলো জ্বলবে গোয়ায়
🎬 Watch Now: Feature Video
হিন্দু পুরাণে আছে, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে হত্যা করেছিলেন ৷ সেই কালিয়া নাগ সমুদ্রপাড়ের ছোট্ট শহর গোয়ায় 'নরকাসুর' নামে পরিচিত ৷ দীপাবলির আলো ফোটবার আগে থেকে শুরু হয়ে যায় নরকাসুর দহন অর্থাৎ নরকাসুরের পুতুল, মূর্তি পোড়ানো ৷ গোয়ায় এই অসুরকে পুড়িয়ে অশুভ শক্তির নাশ করে সূচনা হয় দীপাবলি উৎসবের ৷ তবে এর প্রস্তুতি কিন্তু দশেরার দিন থেকে নেওয়া হয় ৷ বিভিন্ন রকমের নরকাসুরের মূর্তি, পুতুল নিয়ে শোভাযাত্রা বের হয় ৷ হাজার হাজার মানুষ কয়েকশো নরকাসুর তৈরি করেন ৷ নরকাসুর দহনের পর রাজ্যজুড়ে জ্বলবে আলো ৷