এবার মমতার গোত্র মন্তব্যে নিন্দা ওয়েইসির - Bengal Election 2021
🎬 Watch Now: Feature Video
নন্দীগ্রামে প্রচারে গিয়ে নিজের গোত্র পরিচয় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে ছিলেন, যদিও আমার নিজের গোত্র শাণ্ডিল্য, তথাপি ত্রিপুরেশ্বরী মন্দিরের পুরোহিতকে বলেছিলাম আমার গোত্র মা-মাটি-মানুষ ৷ প্রচার সভায় নিজের গোত্র পরিচয় উল্লেখ করায় নিন্দায় সরব হয় বিরোধীরা ৷ এবার ওই মন্তব্যের নিন্দা করলেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ৷ তাঁর কথায়, প্রকাশ্য সভায় নিজের গোত্র পরিচয় দিচ্ছেন তৃণমূল নেত্রী ৷ তাহলে বিজেপি আর কী করছে ! মুসলিম, দলিতরা কোথায় যাবে ! মমতা আর মোদির মধ্যে আসলে কোনও পার্থক্য নেই ৷