রঙ্গোলিতে চন্দ্রযান-2, ISRO-কে শুভেচ্ছা সুরাতের শিল্পীদের - সুরাত
🎬 Watch Now: Feature Video
রঙ্গোলিতে চন্দ্রযান-2, ISRO-কে শুভেচ্ছা সুরাতের শিল্পীদের
সুরাত, 22 জুলাই : আজই সেই ঐতিহাসিক মুহূর্ত ৷ চাঁদের মাটিতে পাড়ি জমাতে রওনা দিচ্ছে ভারতের চন্দ্রযান-2 ৷ সারা দেশের মতোই উচ্ছ্বসিত গুজরাতও ৷ তাই এ রাজ্যের সুরাতের শিল্পীরা ISRO-কে শুভেচ্ছা জানালেন নিজেদের মতো করেই ৷ রঙ্গোলি শিল্পী অঞ্জলি সালুঙ্কে ও তাঁর সহশিল্পীরা 15X12 ফুটের একটি রঙ্গোলি এঁকে ফেলেছেন মাত্র একদিনে ৷ রঙ্গোলিতে ব্যবহার হয়েছে 24টি রং ৷ ভিডিয়ো...