ভারতের আকাশে অ্যাপাচের প্রথম উড়ান - bs dhanoa
🎬 Watch Now: Feature Video
ভারতের আকাশে প্রথম উড়ল অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার । অ্যামেরিকায় তৈরি এই হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । আজ পাঠানকোটে এক অনুষ্ঠানে 8টি অ্যাপাচে হেলিকপ্টার ভারতকে দেওয়া হয় । সেখানে হেলিকপ্টারগুলিকে জল কামানের সাহায্যে অভিবাদন জানানো হয় । বর্তমান বিশ্বে যুদ্ধে ব্যবহৃত হেলিপক্টারগুলির মধ্যে অ্যাপাচের মারণ ক্ষমতা সবচেয়ে বেশি । অ্যাপাচে AH-64E কার্যত যে কোনও ধরনের সামরিক অভিযানে প্রয়োজনীয় দক্ষতা দেখাতে সক্ষম ।