Alia in Kolkata : সাদা জামদানিতে মোহময়ী আলিয়া, কলকাতায় এসে ভুললেন ডায়েট - গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারির প্রচারে তিলত্তমায় আলিয়া
🎬 Watch Now: Feature Video
নতুন ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি-র প্রচারের জন্য কলকাতায় এলেন আলিয়া ভাট ৷ আগামি 25 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত হিন্দি ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Alia visits Kolkata For Gangubai Kathiawadi Promotion )।
আলিয়ার উপস্থিতিতে কলকাতার প্রিয়া সিনেমা হলে মুক্তি পেল ছবির নতুন গান 'মেরি জান' । ইতিমধ্যেই বার্লিনে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির ৷ এই ছবি তাঁর হৃদয়ের কতটা স্থান জুড়ে রয়েছে তা খোলসা করলেন মহেশ-কন্যা ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST