TMC Agitation : সেঞ্চুরি পার ডিজেলের, আবর্জনার গাড়ি টেনে শান্তিপুরে প্রতিবাদে তৃণমূলের - TMC Agitation

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 7, 2022, 10:27 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল তাই শান্তিপুর পৌরসভার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শান্তিপুরের রাজপথে (TMC Agitation) ৷ বুধবার শান্তিপুরে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন ৷ পৌরসভায় ব্যবহৃত ময়লা ফেলার গাড়ি দড়ি দিয়ে টেনে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান, সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, শান্তিপুর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব । শান্তিপুর পৌরসভা থেকে শান্তিপুর ডাকঘর নেতাজি মূর্তি পর্যন্ত এই ময়লা ফেলার গাড়ি টেনে বিক্ষোভ করেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷ শান্তিপুরের চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, "যেভাবে ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, যতদিন না পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমবে নদিয়া জেলা জুড়ে বিক্ষোভ জারি থাকবে ৷" ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের কথায়, "তাহলে কি আমাদের আশঙ্কা সত্যি হল, ভেঙে পড়ল ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো, যার জন্য দিন দিন পেট্রল ডিজেল এবং বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে ৷" শান্তিপুর শহর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তীর বক্তব্য, "কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাই আজ পেট্রল-ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে, আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ ৷" তবে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে শান্তিপুরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.