Suvendu Slams Mamata : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে স্বর্গে যেতে হবে, নন্দীগ্রাম থেকে মমতাকে বিঁধলেন শুভেন্দু - Suvendu Slams Mamata
🎬 Watch Now: Feature Video
"মুখ্যমন্ত্রী তো উড়ে বেড়াচ্ছেন ৷ গোয়া যাচ্ছেন চাটার্ড ফ্লাইটে ৷ অখিলেশের প্রচারে যাচ্ছেন চাটার্ড ফ্লাইটে ৷ রামপুরহাট যাচ্ছেন হেলিকপ্টারে ৷ ওনার সঙ্গে দেখা করতে গেলে তো আকাশে অর্থাৎ স্বর্গে যেতে হবে ৷" নন্দীগ্রামের জনসভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata) ৷ এদিন তিনি আরও বলেন, "পুলিশমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রূপে ব্যর্থ ৷ রাজ্যে ল অ্যান্ড অর্ডার শেষ । অতএব মুখ্যমন্ত্রী এখনই পদত্যাগ করুন । রাজ্যের কোথাও গণতন্ত্র নেই ।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST