Soumitra Khan Ambulance : অবহেলায় পড়ে সৌমিত্র খাঁ’র সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স - Soumitra Khan MP funded Ambulance Not Use in Bishnupur
🎬 Watch Now: Feature Video
ভগ্নদশায় পড়ে রয়েছে সৌমিত্র খাঁ’র সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স ৷ যা নিয়ে সরকারের বিরুদ্ধে অ্যাম্বুলেন্সটিকে ইচ্ছাকৃত ফেলে রাখার অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan MP funded Ambulance Not Use) ৷ ওই অ্যাম্বুলেন্সের দায়িত্বে থাকা ব্যক্তি কিরণ মিদ্দাকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ওই অ্যাম্বুলেন্সের দায়িত্বে তিনি নেই ৷ আর সৌমিত্র খাঁ’র অভিযোগের জবাব তিনি দিতে বাধ্য় নন বলে জানিয়েছেন ওই ব্যক্তি ৷
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST
TAGGED:
Soumitra Khan Ambulance