Blast On sevoke Coronation Bridge : সেবকের করোনেশন সেতু বিস্ফোরণে আটক শ্যুটিং পার্টির সদস্যরা - shooting Members are detail on Blast of sevoke Coronation Bridge
🎬 Watch Now: Feature Video
প্রশাসনের অনুমতি ছাড়াই গাড়ি বিস্ফোরণের শ্যুটিংয়ে (Blast On sevoke Coronation Bridge) ক্ষতিগ্রস্ত হেরিটেজ করোনেশন সেতুর একাংশ ৷ এরপরই তড়িঘড়ি সেবকের করোনেশন সেতু পরিদর্শনে যান জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ৷ দার্জিলিং রেঞ্জের ডিআইজি সোমা দাস মিত্র, কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই, জেলাশাসক আর বিমলা ঘটনাস্থল ঘুরে দেখেন ৷ এই ঘটনায় ওই ওয়েব সিরিজের শ্যুটিং পার্টির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে (shooting Members are detail) ৷ জানা গিয়েছে যে বিস্ফোরণ করানো হয়েছে, তাতে কোনও প্রশাসনিক অনুমতি ছিল না ৷ অনুমতি ছাড়াই ওই বিস্ফোরণ করা হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST