Shatrughan Sinha in Asansol : ধামসা মাদল বাজিয়ে আদিবাসীদের তালে তাল শত্রুঘ্ন সিনহার - Shatrughan Sinha campaigning in asansol for by election 2022
🎬 Watch Now: Feature Video
আসানসোল লোকসভা উপনির্বাচনের ভোট প্রচারে গিয়ে আদিবাসীদের সঙ্গে ধামসা মাদল বাজালেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha in Asansol By Election Campaign)। আসানসোল রবীন্দ্রভবনে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল । সেই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা । ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । সেখানেই শত্রুঘ্ন সিনহা আদিবাসী নৃত্যের সঙ্গে কোমর দোলান এবং নিজেই আদিবাসীদের মাদল খুলে নিয়ে বাজান ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST