Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা - Salem Khan rejects what CM Mamata Banerjee stated on Anish Khan
🎬 Watch Now: Feature Video
মৃত ছাত্রনেতা আনিশ খান নাকি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিল ৷ নির্বাচনে তৃণমূলের হয়ে কাজও করেছিল ৷ তাই আনিশকে 'আমাদেরই ছেলে' পরিচয় দিয়ে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্পে জানিয়েছিলেন, আনিশের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হবে ৷ মুখ্যমন্ত্রীর এমন দাবিতে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই ৷ কারণ আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আনিশ বামপন্থী ছাত্র আন্দোলনের মুখ হিসেবেই পরিচিত ছিল ৷ মুখ্যমন্ত্রীর এই দাবিকে সমর্থন করলেন না আনিশের বাবা সালেম খানও (Salem Khan rejects what CM stated on Anish Khan) ৷ কেবল সমর্থন না-করা নয়, সালেম খান বললেন, "মুখ্যমন্ত্রী যে প্রচার করলেন ওটা আবেগে ভাসানো কথা ৷ ও কথায় আমি নেই ৷ আনিশ বামপন্থী নেতার ছেলে ৷ আনিশ আইএসএফের ৷ তৃণমূল করলে ওকে এভাবে মরতে হত না ৷"
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Salem Khan on cm Statement