কলকাতা, 14 জানুয়ারি: আইএসএলে বিতর্কিত রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল সুর চড়াল । সোমবার আইএসএলে রেফারিং কমিটির প্রধান ট্রেভর কেটেল বলেছেন, ‘‘ডার্বিতে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে বঞ্চিত হয়নি ।’’ চব্বিশ ঘণ্টা পরে ইস্টবেঙ্গল ক্লাব ভিডিয়ো ক্লিপিংস দেখিয়ে আইএসএলে দলের বঞ্চনার ছবি তুলে ধরল ।
এই ক্রমাগত বঞ্চনার পেছনে কর্পোরেট চক্রান্তের গন্ধ রয়েছে মনে করছে ইস্টবেঙ্গল । শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘ওয়ান সিটি ওয়ান ক্লাব তত্ত্ব আইএসএলের শুরুর দিকে ছিল । সেই তত্ত্ব পরোক্ষভাবে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে । ফলে যেসব ক্লাব পরে আইএসএলে যোগ দিয়েছে, তারা ফুটবলার নেওয়ার জন্য বিডিংয়ের সুযোগ পায়নি । ফুটবলার নেওয়ার সুযোগ না-পাওয়া ইস্টবেঙ্গলের আইএসএলে ব্যর্থতার অন্যতম কারণ ।’’
চলতি মরসুমে আইএসএলের খারাপ অবস্থানের জন্য দলের চোট-আঘাতকেও দায়ী করেছেন দেবব্রত সরকার । তবে কর্পোরেট চক্রান্তে আইএসএলের বড় ব্যবসায়ীদের স্বার্থ দেখার বিষয়টি রয়েছে ইস্টবেঙ্গলের অভিযোগের তালিকায় । এমনকী নাম না-করে মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধারের দিকেও আঙুল তুলেছেন লাল-হলুদ আধিকারিকরা ।
এআইএফএফ স্বশাসিত সংস্থা । তাদের কর্মকাণ্ডে স্বার্থ ক্ষুন্ন হলে অভিযোগ ফিফা বা এএফসিতে জানাতে হয় । তার বদলে ইস্টবেঙ্গল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে । এই পদক্ষেপ কতটা যুক্তিসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে । দেবব্রত সরকার বলছেন, ‘‘সাম্প্রতিক সময়ে ফেডারেশনের বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রশ্ন করেছে । এআইএফএফ কর্তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করছেন । তা দেখেই ইস্টবেঙ্গল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হতে চলেছে ।’’