Rudranil pokes Anubrata : ‘অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছে নেতা’, কবিতায় অনুব্রতকে কটাক্ষ রুদ্রনীলের - Rudranil Ghosh pokes Anubrata Mandal
🎬 Watch Now: Feature Video
নিজাম প্যালেসে রওনা দেওয়া অনুব্রত মণ্ডলের গাড়ি ঘুরেছে এসএসকেএম-এর দিকে ৷ উডবার্নে ভর্তি হয়েছেন তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা ৷ নিন্দুকেরা বলছেন, সিবিআই-য়ের সমন পেয়েই মাথায় অক্সিজেন কমেছে অনুব্রতর ৷ যা নিয়ে কবিগানে আগেই তাঁকে কটাক্ষ করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ৷ এবার জয় গোস্বামীর লেখা ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ এর ছন্দে তাঁকে বিঁধলেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষও ৷ বিজেপি নেতা এই প্যারোডি কবিতার নাম রেখেছেন ‘অনুমাধব’ ৷ অনুমাধবের বাস্তব চরিত্র যে ‘অনুব্রত’ই, তা সহজেই অনুমেয় (Rudranil Ghosh pokes Anubrata Mandal) ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST