Naka Checking : নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা - নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা
🎬 Watch Now: Feature Video
বড়সড় সাফল্য বসিরহাট ট্রাফিক পুলিশের। নাকা চেকিংয়ে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল এবং গাঁজা (police Recover phensedyl and Cannabis) । বাজেয়াপ্ত হয়েছে একটি স্কুটিও। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে খোলাপোতার কাছে টাকি রোডে নাকা চেকিংয়ে চলছিল বসিরহাট ট্রাফিক গার্ডের তরফে। সেই সময় টাকি রোড ধরে স্কুটিতে করে হরিশপুরের দিকে যাচ্ছিল এক ব্যাক্তি। অন্যান্য গাড়ির মতো স্কুটিকেও দাঁড় করানো হয় চেকিংয়ের জন্য। তখনই কথা বলার ফাঁকে আচমকা ট্রাফিক পুলিশ কর্মীদের নজর এড়িয়ে পালিয়ে যান ওই ব্যাক্তি। এরপরই সন্দেহ হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। তল্লাশি চালানো হয় স্কুটিতে। পিছনের সিট খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের। দেখেন, সিটের তলায় থরেথরে সাজানো ফেনসিডিল ও গাঁজার প্যাকেট। তল্লাশিতে 77টি ফেনসিডিলের বোতল এবং প্রায় 500 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Naka Checking