Workers Protest: পানাগড়ে ম্যাটিক্স সার কারখানার ইউনিট শাটডাউন, শ্রমিকদের বিক্ষোভ - শ্রমিকদের বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
পানাগড় শিল্প তালুকের ম্যাটিক্স সার কারখানার গেটের সামনে রবিবার সকাল থেকে বিক্ষোভ দেখান কারখানায় কর্মরত শ্রমিকরা (Workers Protest in Panagarh)। শ্রমিকদের অভিযোগ, গতকাল কারখানার একটি ইউনিট শাটডাউন হয়ে যায়। এরপরই কারখানার (Matix Fertilizer Factory) পক্ষ থেকে তাঁদের কাজে আসতে বারণ করা হয়। এরপর এদিন কাজ হারাবার ভয়ে শ্রমিকরা কাজের দাবিতে সমস্ত হাউজ কিপিং বিভাগের শ্রমিকরা একত্রিত হয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শ্রমিকদের দাবি, অবিলম্বে তাঁদের কাজে নিযুক্ত করতে হবে। বিক্ষোভরত শ্রমিকদের পাশে দাঁড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST