Unrest at Lalbazar: বিজেপির নবান্ন অভিযান ঘিরে লালবাজারে ধুন্ধুমার - বিজেপির নবান্ন অভিযান
🎬 Watch Now: Feature Video
বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি লালবাজার চত্বরে (Unrest at Lalbazar)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) একাধিক বিজেপি কর্মী-সমর্থককে আটক করে নিয়ে আসা হয় লালবাজার সেন্ট্রাল লক-আপের ভিতর । লালবাজারের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ । সেখানে মোতায়েন রয়েছেন প্রচুর পরিমাণে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের জওয়ান ৷ রয়েছেন আইপিএস আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা ৷ যাতে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST