Dead Body Recovered: দমদম পার্কে পুকুরে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 9, 2022, 3:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

দমদম পার্কের (Dum Dum Park) এক নম্বর পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে শুক্রবার ৷ এদিন সকালে পুকুরে ভাসতে দেখা যায় মৃতদেহ ৷ এরপরেই লেকটাউন থানায় (Laketown PS) খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে (Dead Body Found) ৷ পুলিশ সূত্রে খবর, মহিলার একটি কানের দুল থাকলেও অপর কানে সোনার দুল নেই ৷ পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে মৃতের শরীরে আঘাতের চিহ্ন আছে কি না ! প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার নাম পপি দে (60) ৷ তিনি রেল কলোনির বাসিন্দা ৷ তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ৷ মাঝেমধ্যেই নিখোঁজ হয়ে যেতেন ৷ আবার ফিরে আসতেন ৷ তবে এবার কবে নিখোঁজ হয়েছিলেন, তা পুলিশ এখনও জানতে পারেনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.