New Year Celebration: ভীতি কাটিয়ে বছরের প্রথমদিনে ময়দানে ফিরল পিকনিকের চেনা আমেজ - ময়দান
🎬 Watch Now: Feature Video
ইংরেজি নববর্ষের প্রথম দিনে কলকাতার প্রাণকেন্দ্র ময়দান জমজমাট। যখন ইকোপার্ক, নিকোপার্ক, অ্যাকোয়াটিকা-সহ অন্যান্য বিনোদন পার্কে যেমন উপচে পড়ল ভিড় (New Year Celebration), তেমন বছর শুরুর দিনে ভিড়ের ছবি ধরে রাখল ময়দানও (Maidan) । রবিবার কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে একাধিক মানুষজন পরিবার নিয়ে হাজির হয়েছিলেন গড়ের মাঠে ৷ বাড়ি থেকে তৈরি করে আনা খাবার ময়দানের ঘাসের উপর চাদর বিছিয়ে আড্ডা দিতে দিতে খেলেন তারা। কচিকাঁচাদের ঘোড়সওয়ার হওয়া অথবা ছোটাছুটি চলছে দেদার। সবমিলিয়ে গত দু'বছরের ভীতি কাটিয়ে বছরের প্রথমদিন ময়দানের পিকনিক ফিরল চেনা মেজাজে।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST