Udayan Guha: 'বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে তৃণমূলকে হারানোর চেষ্টা...', সিপিএমকে কড়া হুঁশিয়ারি উদয়নের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 10, 2023, 9:24 AM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

পঞ্চায়েত নির্বাচনে কোনও তৃণমূল কর্মীর মাথা ফাটালে সেই হাত আর জোড়া লাগবে না, প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha warns opposition before Panchayat Elections 2023) ৷ 11 ফেব্রুয়ারি কোচবিহারে দিনহাটা-2 ব্লকের নটকোবাড়ি চৌপথিতে মাথাভাঙায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ৷ তার আগে আরেকটি সভায় সিপিএম ও বিজেপিকে এই ভাষাতে হুমকি দিলেন মন্ত্রী ৷ বারবার বিতর্কে জড়ানো মন্ত্রী কিছুদিন আগে ভোট চাইতে এলে বিজেপিকে ঝাঁটা দেখানোর নিদান দিয়েছিলেন ৷ আবার পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভেঙে দেওয়ার উপদেশও দিয়েছিলেন ৷ বৃহস্পতিবার এই জনসভায় সিপিএমকে নিশানা করে মন্ত্রী বলেন, "সিপিএম উন্নয়ন দেখে না ৷ একেবারে গর্তে ঢুকে গিয়েছিল ৷ কিছুদিন ধরে দেখছি সিপিএম আবার একটু একটু করে ঘরের বাইরে বেরচ্ছে ৷ আমরা ওদের বেরতে দিচ্ছি ৷" পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিধায়কের সাফ হুঁশিয়ারি, "সিপিএম নেতাদের বলছি, প্রার্থী দিন, আমাদের কোনও আপত্তি নেই ৷ যদি বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে, তলে তলে লাইন করে এখানে তৃণমূলকে হারানোর চেষ্টা করেন, তাহলে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে ৷ সেটা যেন মাথায় থাকে ৷" 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.