Jai Prakash Majumdar:'সিপিএম-বিজেপির তৈরি বোমায় শিশুরা আহত হচ্ছে', দাবি জয়প্রকাশের - Jai Prakash Majumdar blamed
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়ার সোনামুখীতে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভার পর রবিবার বিকেলে তৃণমূলের তরফ থেকে একটি পালটা সভার আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, সমীর চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা। জনসভা থেকে জয়প্রকাশ মজুমদার (Jai Prakash Majumdar blamed CPIM and BJP over Violence) জানান, সিপিএম ও বিজেপি বোমা তৈরি করে মাঠে মাঠে ছড়িয়ে দিচ্ছে ৷ আর শিশুরা বল ভেবে খেলতে গিয়ে আহত হচ্ছে ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST