House Collapsed: ভেঙে পড়ল অস্থায়ী বাড়ি, বরাতজোরে রক্ষা বাসিন্দাদের ! প্রশ্নের মুখে খাল সংস্কারের পদ্ধতি - House Collapsed
🎬 Watch Now: Feature Video
বাগুইআটি অর্জুনপুর খালে ভেঙে পড়ল বাড়ি । বেশ কয়েকদিন ধরেই খাল কাটার কাজ চলছিল । বুধবার রাতে খালের পাশে থাকা একটি অস্থায়ী বাড়ি ভেঙে হুড়মুড়িয়ে খালের মধ্যে পড়ে যায় (A Temporary House Collapsed into Bagjola Canal) । অল্পের জন্য রক্ষা পায় বাড়িতে থাকা লোকজন । তাঁরা ক্ষোভ উগরে দিয়েছে কাউন্সিলর এবং পৌরসভার বিরুদ্ধে । তাঁদের অভিযোগ, এই ঘটনার পরে এখনও পর্যন্ত কেউ একবারও ঘটনাস্থলে আসেনি । খালের পাশে থাকা মানুষজন আতঙ্কিত ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST