WC Fever: ইতিউতি এমবাপেদের সমর্থন থাকলেও মেসির হাতেই কাপ চাইছে শহর কলকাতা - Football fans from Kolkata cheer for Messi
🎬 Watch Now: Feature Video
আট বছর আগে অল্পের জন্য যে স্বাদ অপূর্ণ থেকেছে, রবিবাসরীয় লুসেইলে তা পূর্ণ করুন মেসি ৷ ফুটবল মক্কা কলকাতায় ফুটবল ঈশ্বরের জন্য এমনই কাতর আকুতি ৷ এমবাপে-জিরুদের জন্য সমর্থন থাকলেও মেসি তথা আর্জেন্তিনা জ্বরে কাবু তিলোত্তমা ৷ জীবনের শেষ বিশ্বকাপে কাপ জিতেই মাঠ ছাড়ুন মেসি, এমনই চাইছে শহর কলকাতা ৷ দ্বন্দ্ব ভুলে ব্রাজিল সমর্থকদের গলাতেও মেসি মেসি রব ৷ আলবিসেলেস্তে ট্রফি জিতছেই, ধরে নিয়ে আগাম সেলিব্রেশনে মত্ত ফ্যানেরা ৷ নীল-সাদায় সেজে উঠেছে শহরের অলি-গলি (Football fans from Kolkata cheer for Messi before WC final) ৷ অপেক্ষা শুধু 'ভামোস আর্জেন্তিনা'-র ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST