Dolphins at Bhatye Sea: ঝাঁকে-ঝাঁকে ডলফিন ভিড় করছে মহারাষ্ট্রের ভাট্যে সৈকতে, দেখুন ভিডিয়োয় - Dolphins at Bhatye Sea
🎬 Watch Now: Feature Video
মহারাষ্ট্রের রত্নাগিরির কাছেই রয়েছে ভাট্যে সৈকত ৷ সেখানে সম্প্রতি ঝাঁকে-ঝাঁকে ডলফিনের দেখা মিলেছে ৷ এই ঘটনা নতুন নয়, এখানে প্রায়শই লক্ষ্য করা যায় ডলফিনের আনাগোনা (Dolphins at Bhatye Sea) ৷ তবে সম্প্রতি সমুদ্রে ডলফিনের এই অবাধ বিচরণের দৃশ্য ড্রোন ক্যামেরায় বন্দি করেছেন (Dolphins Captured in Drone Camera) সুপ্রিয়ন্ত খাওলে নামের এক পর্যটক ৷ ক্যামেরাবন্দি ডলফিনগুলির সাঁতার কাটা এবং জল থেকে লাফিয়ে বাইরে আসার দৃশ্য দেখে আনন্দে আপ্লুত হয়েছেন অন্যান্য পর্যটকরাও। এই সমুদ্রোপকূলে ডলফিনরা নিরাপদ ৷ সেই কারণেই উপকূলবর্তী এই এলাকায় ডলফিনের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST