Home Retrun: অঙ্গনওয়াড়ি কর্মী ও ট্রাফিক পুলিশের চেষ্টায় ফিরল বাড়ি নাবালক - Child Home Retrun

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 2, 2022, 9:36 AM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

মামার বাড়িতে বেড়াতে এসে হারিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল নাবালকের (Child Returns Home) । অঙ্গনওয়াড়ি কর্মী ও ট্রাফিক পুলিশের চেষ্টায় চতুর্থ শ্রেণির ওই ছাত্র ফিরতে পারল বাড়ি ৷ স্কুল পড়ুয়ার নাম সৃজন মার্ডি ৷ জানা যায়, মামাবাড়িতে কিছুদিনের জন্য রেখে তার মা রায়গঞ্জে চলে যায় ৷ মামির নজর এড়িয়ে সৃজন হেঁটেই রাজীবপুর থেকে গঙ্গারামপুর যাবে বলে রওনা দেয় । ওই সময় টোটো করে গঙ্গারামপুর থেকে আসছিলেন শুক্লা বিশ্বাস নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মী । সৃজনকে দেখে সন্দেহ হওয়ায় নেমে যান ৷ ছেলেটির সঙ্গে কথা বলেই বুঝতে পারেন সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে এসেছে । নিজের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছিল না । পরে শুক্লা দেবী ট্রাফিক অফিসার সুব্রত সরকারকে পুরো বিষয়টি জানান । এরপরই ছেলেটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.