Chhath Puja 2022: রায়গঞ্জে ছটপুজো উপলক্ষ্যে বসেছে চুড়ির মেলা - ছটপুজো
🎬 Watch Now: Feature Video
অন্যান্য বাজারের সঙ্গে সঙ্গে ছটপুজোয় (Chhath Puja) রায়গঞ্জে জমে উঠেছে চুড়ির বাজার। নানান রঙের, নানান ডিজাইনের চুড়ির সম্ভার নিয়ে বিহার থেকে হাজির হয়েছেন চুড়ি বিক্রেতারা। রায়গঞ্জ খরমুজাঘাট সংলগ্ন এলাকায় বসেছে চুড়ির বাজার। সেই চুড়ির বাজারে ভিড় জমিয়েছেন মহিলারা। রবিবার বিকেলে নদী ঘাটে যাওয়ার আগে নিজেদের সাজাতে রায়গঞ্জে চুড়ির বাজারে (Bangle Fair in Raiganj) ভিড় জমিয়েছেন সববয়সি মহিলারা। বিগত দু'বছর করোনার কারণে তেমনভাবে ছটপুজো পালন করতে পারেননি ছট পুণ্যার্থীরা। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন করে ছট পুজোয় মেতে উঠেছেন তাঁরা।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST