Mukti Yodhas Visited Santiniketan: শান্তিনিকেতন ঘুরে দেখলেন বাংলাদেশের 71’র মুক্তিযোদ্ধারা - 1971 Mukti Yodha
🎬 Watch Now: Feature Video
বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখলেন বাংলাদেশের 71’র মুক্তিযোদ্ধারা (1971 Mukti Yodhas from Bangladesh Visit Santiniketan) ৷ ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণের আরাম' শান্তিনিকেতনে এসে আপ্লুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীরা ৷ দীর্ঘ সংগ্রামের পর 1971 সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ ৷ সেই মুক্তিযোদ্ধারা তাঁদের পরিজনদের নিয়ে শান্তিনিকেতনে এসেছেন ৷ ঘুরে দেখলেন রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ পরিজন-সহ মোট 29 জন ছিলেন তাঁরা ৷ বাংলাদেশের গোয়েন্দা ও ভারতীয় সেনার নিরাপত্তায় শান্তিনিকেতন ঘুরে দেখেন সবাই ৷ যদিও, নিরাপত্তার কারণে সাংবাদিকদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কথা বলার অনুমতি দেয়নি বাংলাদেশের নিরাপত্তাবাহিনী ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST