Bomb Recovered: ফাঁকা মাঠে 14টি তাজা বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য চাঁদবেড়িয়া এলাকায় - তীব্র চাঞ্চল্য চাঁদবেড়িয়া এলাকায়
🎬 Watch Now: Feature Video
ফাঁকা মাঠ থেকে 14টি তাজা বোমা উদ্ধার হয়েছে (14 bombs recovered from field) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মারিশদা থানার চাঁদবেড়িয়া এলাকায় । এদিন সকালে রাস্তার পাশে ফাঁকা মাঠে 14টি তাজা বোমা পড়ে থাকতে দেখতে পায় পথ চলতি মানুষেরা । খবর দেওয়া হয় মারিশদা থানায় । মারিশদা থানার পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে । বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । এলাকাবাসীরা জানায়, একসঙ্গে 14টি বোমা পড়ে থাকতে দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয় । পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় । তারা খুব আতঙ্কে রয়েছে । এলাকায় এতগুলি বোমা কোথা থেকে এল, সেই প্রশ্নই উঠছে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে অনুমান এলাকাবাসীর ৷ তাহলে কী এই বোমাগুলিকে এলাকা দখলের কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল, সেই প্রশ্ন তুলছে বাসিন্দারা ৷ এই বোমগুলি কোথা থেকে এল বা কী কাজে ব্যবহার হতো, তদন্তের পরই জানা যাবে আসল তথ্য ৷ পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ।