Bharat Bandh : চুঁচুড়ায় ট্রেন আটকাল বামেরা, ধর্মঘটের বিরোধীতায় পথে নামল তৃণমূল - চুঁচুড়ায় ট্রেন আটকাল বামেরা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14855283-thumbnail-3x2-bandh.jpg)
নিত্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা, শ্রমিকের স্বার্থ বিরোধী শ্রমকোড-সহ একাধিক ইস্যুতে দু'দিন ব্যাপী ভারত বনধের ডাক দিয়েছে বাম দলগুলি (Leftists call for Bharat Bandh) ৷ বনধ সফল করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় পথে নেমেছে বামেরা ৷ একই ছবি দেখা গেল হুগলিতেও ৷ চুঁচুড়া বাস টার্মিনাস থেকে কোনও বাস চলল না । বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করল ধর্মঘটীরা । অন্যদিকে ধর্মঘটের বিরোধীতায় পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST