Rajdeep Gupta: পাক্কা 6 বছর পর টেলিভিশনে ফিরে কেমন লাগছে রাজদীপ গুপ্তর? - টেলিভিশনে ফিরে কেমন লাগছে রাজদীপ গুপ্তর
🎬 Watch Now: Feature Video
নানা চরিত্রে অভিনয় করলেও রাজদীপকে সবাই ঈশান নামেই বেশি চেনেন। আর সেটাকে নিজের প্রাপ্তি বলে মনে করেন অভিনেতা (Rajdeep Gupta Shares His Thoughts )। পাক্কা 6 বছর পর টেলিভিশনে ফিরছেন (Rajdeep Gupta on His New Serial)৷ এই মুহূর্তে 'পঞ্চমী' ধারাবাহিকেই মনোনিবেশ করতে চান তিনি। সেখানে একজন প্রাণবন্ত ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাঁকে। কেমন লাগছে এতদিন পর 14 ঘণ্টার বন্ধনে আবদ্ধ হয়ে? ইটিভি ভারতকে জানালেন রাজদীপ ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST