Anjan Dutt New Film: কেন নতুন গোয়েন্দাকে কলমবন্দি করলেন অঞ্জন দত্ত ? - Anjan Dutt New Film Revolver Rohoshyo
🎬 Watch Now: Feature Video
গোয়েন্দা তালিকায় ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি, কিরীটি রায়, একেন বাবুর পাশে অঞ্জন দত্ত জুড়ে দিয়েছেন আরও একটি নাম- সুব্রত শর্মা(Anjan Dutt New Film)। অঞ্জন দত্তর লেখা গোয়েন্দা গল্প 'ড্যানি ডিটেকটিভ আই এন সি' আগেই এসেছে ওয়েব সিরিজ আকারে । সেখানেই সুব্রত শর্মাকে চিনেছে দর্শক । আর এবার অঞ্জন দত্ত'র লেখা 'রিভলভার রহস্য' গল্প আসছে বড় পর্দায়। গল্পটি বই আকারে প্রকাশিত হবে এ বছরেই। তবে, বইয়ের আগে সেটিকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক। কেন নতুন গোয়েন্দার জন্ম দিলেন তিনি? ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অঞ্জন দত্ত জানালেন ইটিভি ভারতকে (Anjan Dutt on Revolver Rohoshyo)।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST