Bengal Civic Polls 2022 : নবদ্বীপে পদ্ম শিবিরের এক ঝাঁক কর্মী-সমর্থকের যোগ তৃণমূলে - BJP workers join TMC in Nadia
🎬 Watch Now: Feature Video
বিজেপিতে ভাঙন অব্যাহত ৷ নবদ্বীপ পৌরসভার 12 নম্বর ও 22 নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকরা ফের আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন (BJP workers join TMC in Nabadwip Nadia) । বৃহস্পতিবার রাতে নবদ্বীপ পৌরসভার দণ্ডপানিতলা ঘাট রোড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের জনসভায় বিজেপিত্যাগী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ৷ উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা-সহ 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোষ্ঠ ভট্টাচার্য ও তৃণমূল কর্মী-সমর্থকরা । বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানান 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী নেতা গোষ্ঠ ভট্টাচার্য ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST