Bengal Civic Polls 2022 : রাতে কোন্নগরে আক্রান্ত বিজেপি প্রার্থী, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির - BJP Prostest against Candidate attack
🎬 Watch Now: Feature Video
ভোটের আগের রাতে উত্তপ্ত কোন্নগর ৷ কোন্নগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এর প্রতিবাদে গেরুয়া শিবিরের কর্মী, নেতারা কোন্নগরে বটতলা জিটি রোড অবরোধ করে । টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, স্লোগান চলতে থাকে ৷ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । গতকাল রাতে নির্বাচনী কার্যালয় থেকে ফেরার সময় বিজেপি প্রার্থী আক্রান্ত হন ৷ তিনি হিন্দমোটর জিটি রোড কমলা রায় হাসপাতালে ভর্তি । এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (BJP candidate attacked in Konnagar Hooghly) ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST