ETV Bharat / sukhibhava

Low testosterone: টেস্টোস্টেরনের মাত্রা বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ! বলছে গবেষণা

কম টেস্টোস্টেরনের মাত্রা পুরুষদের জন্য COVID-19 হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে(Low testosterone levels) ৷

author img

By

Published : Sep 6, 2022, 10:26 PM IST

Low testosterone News
কম টেস্টোস্টেরনের মাত্রা পুরুষদের জন্য

ওয়াশিংটন: সেন্ট পিটার্সবার্গের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকরা একটি সমীক্ষার পর জানিয়েছেন, যে পুরুষদের কোভিড-19 ধরা পড়েছে তাঁদের টেস্টোস্টেরনের মাত্রা কম রয়েছে এবং ভাইরাসজনিত রোগে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা হরমোনের স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি (Low testosterone levels)। লুই এবং সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের 723 জন পুরুষের কেস বিশ্লেষণ করে দেখেছেন যাঁরা COVID-19 এর জন্য পরীক্ষা করেছিল যাঁরা বেশিরভাগই 2020 সালে ভ্যাকসিন নেওয়ার আগে ।

এই ডেটা ইঙ্গিত করে যে টেস্টোস্টেরন কমে গেলে করোনার ভয়ংকরতার ঝুঁকি বেড়ে যায় (Hospitalisation)৷ শুধু তাই নয় এটি ডায়াবেটিস, হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ঝুঁকিও বাড়ায় । জামা নেটওয়ার্ক ওপেন জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের মধ্যে যাঁদের কম টেস্টোস্টেরন রয়েছে তাঁরা কোভিড আক্রান্ত হলে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা 2.4 গুণ বেশি ।

গবেষকরা আরও দেখেছেন, গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে কম টেস্টোস্টেরন রয়েছে এমন পুরুষদের ক্ষেত্রে চিকিৎসা ৷ তাদের গুরুতর রোগ থেকে রক্ষা করতে পারে ৷ কারণ এক্ষেত্রে হরমোন প্রতিস্থাপনের ফলে ভালো ফল পেয়েছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: ত্বক এবং শরীর সুন্দর রাখতে কোন কোন ভিটামিন প্রয়োজন দেখুন

ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক অধ্যয়নের সহ-সিনিয়র লেখক অভিনব দিওয়ান বলেছেন, "এটি খুব সম্ভবত ঘটছে কোভিড থাকার জন্য ।" গবেষকরা উল্লেখ করেছেন যে কম টেস্টোস্টেরন খুব সাধারণ একটি বিষয় ৷ 30 বছরের বেশি বয়সের পুরুষদের এক তৃতীয়াংশের মধ্যেই এই ঘটনা লক্ষ্য করা যায় ।

আরও পড়ুন: মাঙ্কিপক্স আক্রান্তের হার্টের সমস্যা দেখা দিতে পারে, বলছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন: সেন্ট পিটার্সবার্গের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকরা একটি সমীক্ষার পর জানিয়েছেন, যে পুরুষদের কোভিড-19 ধরা পড়েছে তাঁদের টেস্টোস্টেরনের মাত্রা কম রয়েছে এবং ভাইরাসজনিত রোগে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা হরমোনের স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি (Low testosterone levels)। লুই এবং সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের 723 জন পুরুষের কেস বিশ্লেষণ করে দেখেছেন যাঁরা COVID-19 এর জন্য পরীক্ষা করেছিল যাঁরা বেশিরভাগই 2020 সালে ভ্যাকসিন নেওয়ার আগে ।

এই ডেটা ইঙ্গিত করে যে টেস্টোস্টেরন কমে গেলে করোনার ভয়ংকরতার ঝুঁকি বেড়ে যায় (Hospitalisation)৷ শুধু তাই নয় এটি ডায়াবেটিস, হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ঝুঁকিও বাড়ায় । জামা নেটওয়ার্ক ওপেন জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের মধ্যে যাঁদের কম টেস্টোস্টেরন রয়েছে তাঁরা কোভিড আক্রান্ত হলে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা 2.4 গুণ বেশি ।

গবেষকরা আরও দেখেছেন, গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে কম টেস্টোস্টেরন রয়েছে এমন পুরুষদের ক্ষেত্রে চিকিৎসা ৷ তাদের গুরুতর রোগ থেকে রক্ষা করতে পারে ৷ কারণ এক্ষেত্রে হরমোন প্রতিস্থাপনের ফলে ভালো ফল পেয়েছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: ত্বক এবং শরীর সুন্দর রাখতে কোন কোন ভিটামিন প্রয়োজন দেখুন

ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক অধ্যয়নের সহ-সিনিয়র লেখক অভিনব দিওয়ান বলেছেন, "এটি খুব সম্ভবত ঘটছে কোভিড থাকার জন্য ।" গবেষকরা উল্লেখ করেছেন যে কম টেস্টোস্টেরন খুব সাধারণ একটি বিষয় ৷ 30 বছরের বেশি বয়সের পুরুষদের এক তৃতীয়াংশের মধ্যেই এই ঘটনা লক্ষ্য করা যায় ।

আরও পড়ুন: মাঙ্কিপক্স আক্রান্তের হার্টের সমস্যা দেখা দিতে পারে, বলছেন বিশেষজ্ঞরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.