ETV Bharat / sukhibhava

সুন্দর চুল চান ? অবশ্যই ডিমের তৈরি এই হেয়ার মাস্কটি লাগান

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 4:44 PM IST

Egg Hair Mask: ডিম শুধু আমাদের শরীরে অভ্যন্তরীণ পুষ্টি জোগায় না, আমাদের ত্বক ও চুলের জন্যও অনেক উপকারী । আপনি সহজেই বাড়িতে ডিমের হেয়ার মাস্ক তৈরি করতে পারেন । এগুলি ব্যবহার করে আপনি চুল পড়া ও খুশকি থেকে মুক্তি পেতে পারেন । জেনে নিন, কীভাবে ঘরেই তৈরি করবেন ডিমের হেয়ার মাস্ক।

Egg Hair Mask News
সুন্দর চুল চান

হায়দরাবাদ: ডিম চুলের জন্য খুবই উপকারী । এর ব্যবহারে চুল সুস্থ ও চকচকে থাকে । এমন পরিস্থিতিতে ডিম দিয়ে কিছু হেয়ার মাস্ক তৈরি করতে পারেন । এটি ব্যবহার করে আপনি চুল পড়া, খুশকি ইত্যাদি থেকে মুক্তি পেতে পারেন ।

আপনার চুল তৈলাক্ত হলে মাথার ত্বকে ডিমের সাদা অংশ এবং চুলের হলুদ অংশ অর্থাৎ ডিমের কুসুম লাগান । কিন্তু আপনার চুল যদি স্বাভাবিক থাকে, তাহলে ডিমের উভয় অংশই লাগানো যেতে পারে । জেনে নিন, এই হেয়ার মাস্ক তৈরির উপায়গুলি ।

ডিম ও আমলা: দু'টি ডিম ভালো করে ফেটিয়ে তাতে এক টেবিল চামচ আমলা পাউডার মিশিয়ে চুলের গোড়া থেকে ওপরে ভালো করে লাগান । এতে আপনার চুল দ্রুত বাড়বে এবং গোড়া থেকে মজবুত থাকবে ৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে প্রাকৃতিকভাবে কালো ও ঘন থাকবে ।

ডিম এবং মধু: দু'টি ডিমের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে চুলে ও মাথার ত্বকে লাগান । ডিম এর প্রোটিন দিয়ে চুলকে মজবুত করবে এবং মধু চুলকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবে । যার ফলে আপনার চুল হয়ে উঠবে খুব নরম ও মসৃণ ।

ডিম, ভিটামিন ই এবং নারকেল তেল: ডিমে ভিটামিন ই এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে লাগালে চুলের জন্য খুবই উপকারী হয় । এই ফ্রিজিগুলো প্রাণহীন চুলে প্রাণ আনতে কাজ করে । এটি স্প্লিট এন্ডের সমস্যাও দূর করে ।

ডিম এবং অলিভ অয়েল: ডিমে অলিভ অয়েল মিশিয়ে লাগালে চুল সম্পূর্ণ পুষ্টি পায় যার ফলে চুল গোড়া থেকে শক্ত হওয়ার পাশাপাশি লম্বা ও ঘন হয় ।

ডিম এবং অ্যালোভেরা জেল: ডিমের সঙ্গে অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে । এটি চুলের সম্পূর্ণ পুষ্টি জোগায় । ডিমের হেয়ার মাস্ক খুশকির সমস্যা থেকেও মুক্তি দেয় ।

আরও পড়ুন:

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: ডিম চুলের জন্য খুবই উপকারী । এর ব্যবহারে চুল সুস্থ ও চকচকে থাকে । এমন পরিস্থিতিতে ডিম দিয়ে কিছু হেয়ার মাস্ক তৈরি করতে পারেন । এটি ব্যবহার করে আপনি চুল পড়া, খুশকি ইত্যাদি থেকে মুক্তি পেতে পারেন ।

আপনার চুল তৈলাক্ত হলে মাথার ত্বকে ডিমের সাদা অংশ এবং চুলের হলুদ অংশ অর্থাৎ ডিমের কুসুম লাগান । কিন্তু আপনার চুল যদি স্বাভাবিক থাকে, তাহলে ডিমের উভয় অংশই লাগানো যেতে পারে । জেনে নিন, এই হেয়ার মাস্ক তৈরির উপায়গুলি ।

ডিম ও আমলা: দু'টি ডিম ভালো করে ফেটিয়ে তাতে এক টেবিল চামচ আমলা পাউডার মিশিয়ে চুলের গোড়া থেকে ওপরে ভালো করে লাগান । এতে আপনার চুল দ্রুত বাড়বে এবং গোড়া থেকে মজবুত থাকবে ৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে প্রাকৃতিকভাবে কালো ও ঘন থাকবে ।

ডিম এবং মধু: দু'টি ডিমের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে চুলে ও মাথার ত্বকে লাগান । ডিম এর প্রোটিন দিয়ে চুলকে মজবুত করবে এবং মধু চুলকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবে । যার ফলে আপনার চুল হয়ে উঠবে খুব নরম ও মসৃণ ।

ডিম, ভিটামিন ই এবং নারকেল তেল: ডিমে ভিটামিন ই এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে লাগালে চুলের জন্য খুবই উপকারী হয় । এই ফ্রিজিগুলো প্রাণহীন চুলে প্রাণ আনতে কাজ করে । এটি স্প্লিট এন্ডের সমস্যাও দূর করে ।

ডিম এবং অলিভ অয়েল: ডিমে অলিভ অয়েল মিশিয়ে লাগালে চুল সম্পূর্ণ পুষ্টি পায় যার ফলে চুল গোড়া থেকে শক্ত হওয়ার পাশাপাশি লম্বা ও ঘন হয় ।

ডিম এবং অ্যালোভেরা জেল: ডিমের সঙ্গে অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে । এটি চুলের সম্পূর্ণ পুষ্টি জোগায় । ডিমের হেয়ার মাস্ক খুশকির সমস্যা থেকেও মুক্তি দেয় ।

আরও পড়ুন:

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.