ETV Bharat / sukhibhava

বিশেষভাবে সক্ষম শিশুকে যৌনতার পাঠ দেওয়ার সহজ উপায় - tips for parents

বিশেষভাবে সক্ষম কোনও শিশুকে যৌনতার পাঠ দেওয়া সবসময়ই কঠিন । এই কাজে রয়েছে প্রচুর চ্যালেঞ্জ । কিন্তু সঠিক স্ট্র্যাটেজি এই সব চ্যালেঞ্জকে জয় করতে পারে খুব সহজেই । বললেন ক্লিনিক্যাল মনোবিদ সম্রুদ্ধি পাটকর ।

sukhi
sukhi
author img

By

Published : Jul 19, 2020, 2:19 PM IST

কয়েক বছর ধরে শিশুদের যৌন হেনস্থার ঘটনা প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে এসেছে । আর এর ফলে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে । এই সব শিশুদের যৌনতার পাঠ দেওয়া, স্বাভাবিক ও অস্বাভাবিক স্পর্শ সম্বন্ধে অবগত করা ততটাই গুরুত্বপূর্ণ ঠিক যতটা এই সব বিষয়গুলি একটি নিউরো টিপিকাল শিশুকে বোঝানো ।

যৌন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনও নিউরো টিপিকাল শিশুর ক্ষেত্রে ঠিক কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত তা ETV সুখী ভব-তে ব্যাখ্যা করলেন মনোবিদ সম্রুদ্ধি পাটকর ।

চাক্ষুষ করা যায় এমনভাবে বোঝানো

শিক্ষা তখনই সহজ হয়ে ওঠে যখন তা চাক্ষুষ করা যায় । উপরন্তু বিশেষভাবে সক্ষম শিশুরা চাক্ষুষ করলে খুব সহজেই কোনও কিছু শিখে নিতে পারে । আর তাই এই ধরনের শিশুদের যদি যৌনশিক্ষার পাঠ দেওয়ার সময় আমাদের যৌনাঙ্গ এবং যৌনতার বিষয়ে চাক্ষুষ করানো হয় তা হলে তাদের বিষয়গুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে । সম্রুদ্ধি জানালেন, যৌনতার পাঠ দেওয়ার জন্য অনেকগুলি অনলাইন প্ল্যাটফর্ম এবং অ্যাপ রয়েছে ।

রোল প্লে

চাক্ষুষ বা হাতেকলমে পাঠের জন্য রোল প্লে এক অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে । এই ক্ষেত্রে শিশুর অভিভাবকরা কোনও চরিত্র বেছে নিতে পারেন এবং স্বাভাবিক ও অস্বাভাবিক স্পর্শ সম্বন্ধে তাকে বোঝাতে পারেন । এর ফলে শিশু খুব সহজেই স্বাভাবিক ও অস্বাভাবিক স্পর্শ আলাদা করে চিহ্নিত করতে পারবে কারণ সে চোখের সামনে পুরো বিষয়টা দেখতে পাচ্ছে ।

চিহ্নিতকরণের মাধ্যমে শিক্ষা

কোনও কিছু চিহ্নিত করা থাকলে শিশুরা খুব সহজেই সে সব মনে রাখতে পারে । বিশেষ কোনও জিনিস বা বাথরুমের দরজা বা স্যানিটারি প্যাড চিহ্নিত করা থাকলে শিশুরা খুব সহজেই সেগুলি আলাদাভাবে বুঝতে এবং মনে রাখতে পারে । তারা যখনই সেই চিহ্ন বা লেখা দেখে তখনই নিজেকে সেই সংক্রান্ত জ্ঞান বা কার্যকলাপের সঙ্গে সংযুক্ত করতে পারে । এভাবে তারা বিষয়গুলি মনে রাখে । সম্রুদ্ধি পাটকর বললেন, “শিশুদের বাজার বা স্টোরে নিয়ে গিয়ে স্যানিটারি প্যাডের মতো বিশেষ জিনিস কেনা বা বাছাই করানো যেতে পারে । এর ফলে ওই নির্দিষ্ট জিনিসটি সম্বন্ধে শিশুর জ্ঞান অনেকটাই বেড়ে যাবে ।”

ভিডিয়ো

এই ধরনের শিশুদের কীভাবে যৌনশিক্ষার পাঠ দেওয়া যায় সেই সংক্রান্ত বহু ভিডিয়ো ইউটিউব এবং বিভিন্ন অ্যাপে রয়েছে । অভিভাবকরা এই সব ভিডিয়োর সাহায্যে সহজেই এই সব শিশুদের যৌনশিক্ষার পাঠ দিতে পারেন । চোখের সামনে দেখতে পেলে সেই শিক্ষার অনেকটাই বেশি প্রভাব থাকে এবং আগেই বলা হয়েছে যে, এই ধরনের শিশুরা দেখার মাধ্যমে সহজেই কোনও কিছু শিখে নিতে পারে ।

সামাজিক গল্প

বর্তমান সামাজিক অবস্থা সম্বন্ধে শিশুকে বোঝাতে অভিভাবকরা গল্পের আশ্রয় নিতে পারেন । সেই সব গল্পে বাস্তবে কীভাবে তারা হেনস্থার শিকার বা ক্ষতিগ্রস্ত হতে পারে তার বর্ণনা থাকতে হবে । বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে অভিভাবকদেরই শিশুদের বোঝাতে হবে যে তারা আক্রান্ত হলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে । তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে তাদের ধারণা দিলে তারা সজাগ ও সতর্ক থাকতে পারবে ।

মেডিকেল টার্ম বা চিকিৎসা বিজ্ঞানের ভাষার ব্যবহার

কোনও ইঙ্গিত বা সঙ্কেতের সাহায্য না নিয়ে অভিভাবকদের উচিত শরীরের বিভিন্ন অংশকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বা মেডিকেল টার্মের মাধ্যমে ডাকা । এর ফলে কোনওরকম হেনস্থার ঘটনা ঘটলে তার বিবরণ দিতে গিয়ে যেন শিশুদের সমস্যায় পড়তে হবে না ।

বড় আঙ্গিকে দেখতে গেলে, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে যারা থাকে তাদের অভিভাবক বা অন্য কেউ, তাদের প্রত্যেককে নিজেদের স্বস্তির জায়গাটা দেখে নিতে হবে । শরীরের কোনও অংশকে ব্যাখ্যা করার সময় কোনওরকম ভাবে ইতস্তত না করে, সামাজিক গোঁড়ামির কথা না ভেবে সরাসরি তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অভিহিত করতে হবে । সম্রুদ্ধি পাটকরের মতে, “অভিভাবকরা যত বিষয়টি নিয়ে স্বাভাবিক হবেন ততই তাঁরা যৌনশিক্ষায় শিশুকে শিক্ষিত করে তুলতে পারবেন ।”

কয়েক বছর ধরে শিশুদের যৌন হেনস্থার ঘটনা প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে এসেছে । আর এর ফলে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে । এই সব শিশুদের যৌনতার পাঠ দেওয়া, স্বাভাবিক ও অস্বাভাবিক স্পর্শ সম্বন্ধে অবগত করা ততটাই গুরুত্বপূর্ণ ঠিক যতটা এই সব বিষয়গুলি একটি নিউরো টিপিকাল শিশুকে বোঝানো ।

যৌন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনও নিউরো টিপিকাল শিশুর ক্ষেত্রে ঠিক কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত তা ETV সুখী ভব-তে ব্যাখ্যা করলেন মনোবিদ সম্রুদ্ধি পাটকর ।

চাক্ষুষ করা যায় এমনভাবে বোঝানো

শিক্ষা তখনই সহজ হয়ে ওঠে যখন তা চাক্ষুষ করা যায় । উপরন্তু বিশেষভাবে সক্ষম শিশুরা চাক্ষুষ করলে খুব সহজেই কোনও কিছু শিখে নিতে পারে । আর তাই এই ধরনের শিশুদের যদি যৌনশিক্ষার পাঠ দেওয়ার সময় আমাদের যৌনাঙ্গ এবং যৌনতার বিষয়ে চাক্ষুষ করানো হয় তা হলে তাদের বিষয়গুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে । সম্রুদ্ধি জানালেন, যৌনতার পাঠ দেওয়ার জন্য অনেকগুলি অনলাইন প্ল্যাটফর্ম এবং অ্যাপ রয়েছে ।

রোল প্লে

চাক্ষুষ বা হাতেকলমে পাঠের জন্য রোল প্লে এক অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে । এই ক্ষেত্রে শিশুর অভিভাবকরা কোনও চরিত্র বেছে নিতে পারেন এবং স্বাভাবিক ও অস্বাভাবিক স্পর্শ সম্বন্ধে তাকে বোঝাতে পারেন । এর ফলে শিশু খুব সহজেই স্বাভাবিক ও অস্বাভাবিক স্পর্শ আলাদা করে চিহ্নিত করতে পারবে কারণ সে চোখের সামনে পুরো বিষয়টা দেখতে পাচ্ছে ।

চিহ্নিতকরণের মাধ্যমে শিক্ষা

কোনও কিছু চিহ্নিত করা থাকলে শিশুরা খুব সহজেই সে সব মনে রাখতে পারে । বিশেষ কোনও জিনিস বা বাথরুমের দরজা বা স্যানিটারি প্যাড চিহ্নিত করা থাকলে শিশুরা খুব সহজেই সেগুলি আলাদাভাবে বুঝতে এবং মনে রাখতে পারে । তারা যখনই সেই চিহ্ন বা লেখা দেখে তখনই নিজেকে সেই সংক্রান্ত জ্ঞান বা কার্যকলাপের সঙ্গে সংযুক্ত করতে পারে । এভাবে তারা বিষয়গুলি মনে রাখে । সম্রুদ্ধি পাটকর বললেন, “শিশুদের বাজার বা স্টোরে নিয়ে গিয়ে স্যানিটারি প্যাডের মতো বিশেষ জিনিস কেনা বা বাছাই করানো যেতে পারে । এর ফলে ওই নির্দিষ্ট জিনিসটি সম্বন্ধে শিশুর জ্ঞান অনেকটাই বেড়ে যাবে ।”

ভিডিয়ো

এই ধরনের শিশুদের কীভাবে যৌনশিক্ষার পাঠ দেওয়া যায় সেই সংক্রান্ত বহু ভিডিয়ো ইউটিউব এবং বিভিন্ন অ্যাপে রয়েছে । অভিভাবকরা এই সব ভিডিয়োর সাহায্যে সহজেই এই সব শিশুদের যৌনশিক্ষার পাঠ দিতে পারেন । চোখের সামনে দেখতে পেলে সেই শিক্ষার অনেকটাই বেশি প্রভাব থাকে এবং আগেই বলা হয়েছে যে, এই ধরনের শিশুরা দেখার মাধ্যমে সহজেই কোনও কিছু শিখে নিতে পারে ।

সামাজিক গল্প

বর্তমান সামাজিক অবস্থা সম্বন্ধে শিশুকে বোঝাতে অভিভাবকরা গল্পের আশ্রয় নিতে পারেন । সেই সব গল্পে বাস্তবে কীভাবে তারা হেনস্থার শিকার বা ক্ষতিগ্রস্ত হতে পারে তার বর্ণনা থাকতে হবে । বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে অভিভাবকদেরই শিশুদের বোঝাতে হবে যে তারা আক্রান্ত হলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে । তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে তাদের ধারণা দিলে তারা সজাগ ও সতর্ক থাকতে পারবে ।

মেডিকেল টার্ম বা চিকিৎসা বিজ্ঞানের ভাষার ব্যবহার

কোনও ইঙ্গিত বা সঙ্কেতের সাহায্য না নিয়ে অভিভাবকদের উচিত শরীরের বিভিন্ন অংশকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বা মেডিকেল টার্মের মাধ্যমে ডাকা । এর ফলে কোনওরকম হেনস্থার ঘটনা ঘটলে তার বিবরণ দিতে গিয়ে যেন শিশুদের সমস্যায় পড়তে হবে না ।

বড় আঙ্গিকে দেখতে গেলে, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে যারা থাকে তাদের অভিভাবক বা অন্য কেউ, তাদের প্রত্যেককে নিজেদের স্বস্তির জায়গাটা দেখে নিতে হবে । শরীরের কোনও অংশকে ব্যাখ্যা করার সময় কোনওরকম ভাবে ইতস্তত না করে, সামাজিক গোঁড়ামির কথা না ভেবে সরাসরি তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অভিহিত করতে হবে । সম্রুদ্ধি পাটকরের মতে, “অভিভাবকরা যত বিষয়টি নিয়ে স্বাভাবিক হবেন ততই তাঁরা যৌনশিক্ষায় শিশুকে শিক্ষিত করে তুলতে পারবেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.