ETV Bharat / sukhibhava

Vastu Tips for Home: ভুলেও ঘরে রাখবেন না এইসব জিনিস, দেখা দেবে বাস্তুদোষ

author img

By

Published : Aug 9, 2023, 9:01 PM IST

আপনার ঘরে ভাঙা আয়না বা থালা বা ফুলের টব রয়েছে ৷ আপনার ঘরে কি সাজানোর জন্য দেওয়ালে যুদ্ধের ছবি বা কোনও পশুর ছবি রেখেছেন ৷ বাস্তু বলছে, সাবধান হয়ে যান ৷ এই ধরনের জিনিস ঘরে রাখা মানে অশান্তি ডেকে আনা ৷ সুখ-সমৃদ্ধি দূর হবে ঘর থেকে ৷

Etv Bharat
বাস্তুদোষ কাটাতে ঘরে রাখবেন না এইসব জিনিস

হায়দরাবাদ: প্রতিটি ঘরে বাস্তু ঠিক থাকলে তা নিয়ে আসে সুখ-সমৃদ্ধি ৷ বাস্তুবিদদের মতে, এটা একটা বিশ্বাস যেখানে, বাস্তু মেনে চললে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় ৷ অনেক বিপদ কেটে যায় আবার দুঃখ-দুর্দশা থেকে মুক্তিও পাওয়া যায় ৷ অনেক সময়ই দেখা যায়, কঠোর পরিশ্রমের পরেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না ৷ সংসারে শান্তি বিঘ্নিত হচ্ছে ৷ সেক্ষেত্রে আাদের অজান্তেই এমন কিছু জিনিস ঘরের মধ্যে থেকে যায়, যা নেগেটিভ এনার্জি তৈরি করে ৷ যদি আপনার ঘরেও এই সকল জিনিস থেকে থাকে, বা এইভাবে থেকে থাকে, তাহলে আজই হয় ফেলে দিন নতুন স্থান পরিবর্তন করুন ৷

  • ভাঙা জিনিস বা ব্যবহারের অযোগ্য জিনিস ঘরে কখনই রাখা উচিত নয় ৷ এই ধরনের জিনিস ভালো কাজে বাধার সৃষ্টি করে ৷ বাস্তুমতে ঘরে যদি পুরনো ভাঙা জিনিস থেকে থাকে বা এমন কোনও জিনিস যা আপনি ব্যবহার করেন না, কিন্তু রেখে দিয়েছেন, তাহলে তা আজই ঘর থেকে বিদায় করুন ৷ হতে পারে সেটা কোনও গ্লাস, হতে পারে ভাঙা আয়না, বা হতে পারে কোনও ভাঙা ঠাকুরের মূর্তি ৷ কারণ আপনার অজান্তেই এই সমস্ত জিনিসের কারণে শুভ কাজেও বিঘ্ন ঘটছে৷
Vastu Tips for Home
ভাঙা জিনিস ঘরে রাখতে নেই
  • ঘর সাজাতে গিয়ে অনেকেই নানা ছবি বা পোট্রেট দেওয়ালে টাঙিনে রাখেন ৷ তাহলে সেই সজ্জার ক্ষেত্রে মাথায় রাখবেন কখনই মহাভারত বা রামায়ণের যুদ্ধের ছবি ঘরে রাখবেন না ৷ শুধু রামায়ণ-মহাভারত নয়, বাস্তু অনুসারে কোনও রকম হিংসাত্মক, ধ্বংসাত্মক ছবি ঘরে রাখতে নেই ৷ মনে করা হয়, এই ধরনের ছবি ঘরে অশান্তি ডেকে আনে ৷ পরিবারের সদস্যদের মধ্যো মনোমালিন্যের সৃষ্টি করে ৷
  • আর্টিস্টিক সাজ সুন্দর ৷ কিন্তু সেখানে যাতে নেগেটিভ কোনও ছবি না থাকে, নজর দেওয়া উচিত সেই দিকেও ৷ যেমন- ফুল বা ফল ছাড়া শুকনো গাছ, শিকারের ছবি, জলে জাহাজ বা নৌকা ডুবে যাচ্ছে এমন ছবি, তলোয়ার নিয়ে লড়াই, কারোর দু:খ ছবি, শয়তানের কোনও মুখ অথবা নটরাজ অর্থাৎ শিবের নাচের ছবি ঘরে সাজানো উচিত নয় ৷
  • ঘরে ভুল করেও ক্যাকটাস বা কাঁটাজাতীয় গাছ রাখা উচিত নয় ৷ বাস্তু বলে, এই ধরনের গাছ ঘরে নেগেটিভ এনার্জি তৈরি করে ৷ অতিরিক্ত চিন্তা, মনের মধ্যে সবসময় অস্থিরভাব তৈরি করে ৷
Vastu Tips for Home
ঘরে ক্যাকটাস গাছ রাখবেন না
  • যে ঘরে আপনি থাকছেন বা শুচ্ছেন, সেই ঘরে আয়না এমনভাবে রাখা উচিত নয়, যে আয়নায় বিছানা দেখা যাবে ৷ বিশ্বাস করা হয়, ঘুমোনোর সময় এই আয়নায় বিছানার প্রতিকৃতি পড়লে তা নেগেটিভ এনার্জি নিয়ে আসে ৷ তাই চেষ্টা করবেন, ঘরে আয়না রাখতে হলে, তাতে যেন বিছানা কখনই দেখা না যায় ৷
  • শুয়োর, সাপ, গাধা, ঈগল, পেঁচা, বাদুড়, পায়রা বা গরুর ছবি, পেইন্টিং ঘরে রাখা উচিত নয় ৷ এমনকী বাস্তু বলে, দম্পতিদের শোবার ঘরে একটা পাখি অথবা পশুর ছবি বা শো-পিসও রাখা উচিত নয় ৷
Vastu Tips for Home
ইলেকট্রনিক ডিভাইস শোবার ঘরে রাখবেন না
  • বিছানায় শোবার সময় মাথার কাছে কোনওরকম ইলেকট্রনিক ডিভাইস রাখা উচিত নয় ৷ মনে করা হয়, মাথার কাছে টেলিভিশন, ল্যাপটপ অথবা ফোন থাকলে, তা ঘুমের ক্ষতি করে ৷ এই সব ডিভাইসে থাকা ইলেকট্রম্যাগনেটিক শরীরের নিজস্ব এনার্জি নষ্ট করে দেয় ৷

আরও পড়ুন: এলোমেলো অফিস ডেস্ক নেতিবাচক,বাস্তুমতে গুছিয়ে নিন আপনার কাজের জায়গাটি

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে বাস্তুবিদের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: প্রতিটি ঘরে বাস্তু ঠিক থাকলে তা নিয়ে আসে সুখ-সমৃদ্ধি ৷ বাস্তুবিদদের মতে, এটা একটা বিশ্বাস যেখানে, বাস্তু মেনে চললে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় ৷ অনেক বিপদ কেটে যায় আবার দুঃখ-দুর্দশা থেকে মুক্তিও পাওয়া যায় ৷ অনেক সময়ই দেখা যায়, কঠোর পরিশ্রমের পরেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না ৷ সংসারে শান্তি বিঘ্নিত হচ্ছে ৷ সেক্ষেত্রে আাদের অজান্তেই এমন কিছু জিনিস ঘরের মধ্যে থেকে যায়, যা নেগেটিভ এনার্জি তৈরি করে ৷ যদি আপনার ঘরেও এই সকল জিনিস থেকে থাকে, বা এইভাবে থেকে থাকে, তাহলে আজই হয় ফেলে দিন নতুন স্থান পরিবর্তন করুন ৷

  • ভাঙা জিনিস বা ব্যবহারের অযোগ্য জিনিস ঘরে কখনই রাখা উচিত নয় ৷ এই ধরনের জিনিস ভালো কাজে বাধার সৃষ্টি করে ৷ বাস্তুমতে ঘরে যদি পুরনো ভাঙা জিনিস থেকে থাকে বা এমন কোনও জিনিস যা আপনি ব্যবহার করেন না, কিন্তু রেখে দিয়েছেন, তাহলে তা আজই ঘর থেকে বিদায় করুন ৷ হতে পারে সেটা কোনও গ্লাস, হতে পারে ভাঙা আয়না, বা হতে পারে কোনও ভাঙা ঠাকুরের মূর্তি ৷ কারণ আপনার অজান্তেই এই সমস্ত জিনিসের কারণে শুভ কাজেও বিঘ্ন ঘটছে৷
Vastu Tips for Home
ভাঙা জিনিস ঘরে রাখতে নেই
  • ঘর সাজাতে গিয়ে অনেকেই নানা ছবি বা পোট্রেট দেওয়ালে টাঙিনে রাখেন ৷ তাহলে সেই সজ্জার ক্ষেত্রে মাথায় রাখবেন কখনই মহাভারত বা রামায়ণের যুদ্ধের ছবি ঘরে রাখবেন না ৷ শুধু রামায়ণ-মহাভারত নয়, বাস্তু অনুসারে কোনও রকম হিংসাত্মক, ধ্বংসাত্মক ছবি ঘরে রাখতে নেই ৷ মনে করা হয়, এই ধরনের ছবি ঘরে অশান্তি ডেকে আনে ৷ পরিবারের সদস্যদের মধ্যো মনোমালিন্যের সৃষ্টি করে ৷
  • আর্টিস্টিক সাজ সুন্দর ৷ কিন্তু সেখানে যাতে নেগেটিভ কোনও ছবি না থাকে, নজর দেওয়া উচিত সেই দিকেও ৷ যেমন- ফুল বা ফল ছাড়া শুকনো গাছ, শিকারের ছবি, জলে জাহাজ বা নৌকা ডুবে যাচ্ছে এমন ছবি, তলোয়ার নিয়ে লড়াই, কারোর দু:খ ছবি, শয়তানের কোনও মুখ অথবা নটরাজ অর্থাৎ শিবের নাচের ছবি ঘরে সাজানো উচিত নয় ৷
  • ঘরে ভুল করেও ক্যাকটাস বা কাঁটাজাতীয় গাছ রাখা উচিত নয় ৷ বাস্তু বলে, এই ধরনের গাছ ঘরে নেগেটিভ এনার্জি তৈরি করে ৷ অতিরিক্ত চিন্তা, মনের মধ্যে সবসময় অস্থিরভাব তৈরি করে ৷
Vastu Tips for Home
ঘরে ক্যাকটাস গাছ রাখবেন না
  • যে ঘরে আপনি থাকছেন বা শুচ্ছেন, সেই ঘরে আয়না এমনভাবে রাখা উচিত নয়, যে আয়নায় বিছানা দেখা যাবে ৷ বিশ্বাস করা হয়, ঘুমোনোর সময় এই আয়নায় বিছানার প্রতিকৃতি পড়লে তা নেগেটিভ এনার্জি নিয়ে আসে ৷ তাই চেষ্টা করবেন, ঘরে আয়না রাখতে হলে, তাতে যেন বিছানা কখনই দেখা না যায় ৷
  • শুয়োর, সাপ, গাধা, ঈগল, পেঁচা, বাদুড়, পায়রা বা গরুর ছবি, পেইন্টিং ঘরে রাখা উচিত নয় ৷ এমনকী বাস্তু বলে, দম্পতিদের শোবার ঘরে একটা পাখি অথবা পশুর ছবি বা শো-পিসও রাখা উচিত নয় ৷
Vastu Tips for Home
ইলেকট্রনিক ডিভাইস শোবার ঘরে রাখবেন না
  • বিছানায় শোবার সময় মাথার কাছে কোনওরকম ইলেকট্রনিক ডিভাইস রাখা উচিত নয় ৷ মনে করা হয়, মাথার কাছে টেলিভিশন, ল্যাপটপ অথবা ফোন থাকলে, তা ঘুমের ক্ষতি করে ৷ এই সব ডিভাইসে থাকা ইলেকট্রম্যাগনেটিক শরীরের নিজস্ব এনার্জি নষ্ট করে দেয় ৷

আরও পড়ুন: এলোমেলো অফিস ডেস্ক নেতিবাচক,বাস্তুমতে গুছিয়ে নিন আপনার কাজের জায়গাটি

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে বাস্তুবিদের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.