ETV Bharat / state

ইটাহারে বোমা ফেটে জখম মহিলা - উত্তর দিনাজপুর

খড়ের গাদা থেকে ব্যাগ তুলতে গিয়ে বোমা ফেটে জখম হলেন এক মহিলা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 5, 2020, 11:34 AM IST

রায়গঞ্জ, 5 এপ্রিল : বোমা ফেটে জখম এক মহিলা । খড়ের গাদায় একটি ব্যাগের মধ্যে ছিল বোমাটি । সেই বোমা ফেটে তিনি জখম হয়েছেন । ঘটনাটি ইটাহার থানার সুরুণ 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার ।

পুলিশ জানিয়েছে, জখম ওই মহিলার নাম মর্জিনা খাতুন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে । ঘটনার পর পরিবারের লোকেরা তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন । পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনাস্থান থেকে একটি বেআইনি পাইপগান উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মর্জিনা বাড়িতে কাজ করছিলেন । বাড়ির পাশে থাকা খড়ের গাদার মধ্যে থেকে একটি ব্যাগ খুঁজে পান তিনি । সেই ব্যাগটি নাড়াচাড়া করতেই হঠাৎ ব্যাগের মধ্যে থাকা বোমা ফেটে যায় । এতে মহিলার হাতে আঘাত লাগে ।

ঘটনাস্থানে পুলিশ গিয়ে একটি পাইপগান উদ্ধার করে । তবে ওই ঘটনার পর থেকে মর্জিনার দূর সম্পর্কের এক আত্মীয় এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন । ওই ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে । তিনি ওই খড়ের গাদায় বোমা ও পাইপগান রেখেছিলেন কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 5 এপ্রিল : বোমা ফেটে জখম এক মহিলা । খড়ের গাদায় একটি ব্যাগের মধ্যে ছিল বোমাটি । সেই বোমা ফেটে তিনি জখম হয়েছেন । ঘটনাটি ইটাহার থানার সুরুণ 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার ।

পুলিশ জানিয়েছে, জখম ওই মহিলার নাম মর্জিনা খাতুন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে । ঘটনার পর পরিবারের লোকেরা তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন । পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনাস্থান থেকে একটি বেআইনি পাইপগান উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মর্জিনা বাড়িতে কাজ করছিলেন । বাড়ির পাশে থাকা খড়ের গাদার মধ্যে থেকে একটি ব্যাগ খুঁজে পান তিনি । সেই ব্যাগটি নাড়াচাড়া করতেই হঠাৎ ব্যাগের মধ্যে থাকা বোমা ফেটে যায় । এতে মহিলার হাতে আঘাত লাগে ।

ঘটনাস্থানে পুলিশ গিয়ে একটি পাইপগান উদ্ধার করে । তবে ওই ঘটনার পর থেকে মর্জিনার দূর সম্পর্কের এক আত্মীয় এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন । ওই ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে । তিনি ওই খড়ের গাদায় বোমা ও পাইপগান রেখেছিলেন কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.