ETV Bharat / state

আত্মহত্য়া নয়, খুন করা হয়েছে, দাবি নিহত দেবেন্দ্রনাথের স্ত্রীর

author img

By

Published : Jul 15, 2020, 4:47 PM IST

Updated : Jul 15, 2020, 8:04 PM IST

দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, এটি আত্মহত্যার ঘটনা ৷ রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানান, নিরপেক্ষ তদন্ত হবে ৷

debendranath roy
দেবেন্দ্রনাথ রায়

হেমতাবাদ, 15 জুলাই : বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে ৷ দাবি করলেন তাঁর স্ত্রী চাঁদিমা রায় ৷ গতকাল BJP বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পায় ৷ রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে গলায় ফাঁসের উল্লেখ করেছেন চিকিৎসকরা ৷ যা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে হয় ৷

হেমতাবাদে 13 জুলাই বাড়ির অদূরে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় খুনের অভিযোগ তোলে BJP ৷ পরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে ৷ তদন্তভার দেওয়া হবে CID-কে ৷ রাজনৈতিক প্রভাব এর উপর পড়বে না বলে তিনি জানান ৷

তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রীর

স্বরাষ্ট্র সচিব এও জানান, এই ঘটনা সম্ভবত আত্মহত্যা ৷ কিন্তু মৃত বিধায়কের স্ত্রী তা মানতে চাইছেন না ৷ তাঁর অভিযোগ, ‘‘যারা ওনার শত্রু তারাই মেরেছে ৷ পুলিশ যে সুইসাইড নোট পেয়েছে, তাও সাজানো ঘটনা ৷ এটা আত্মহত্যা নয় ৷’’ বিধায়কের স্ত্রীর পাশাপাশি গ্রামবাসীও এক দাবি করেছেন ৷ স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘‘আমরা এটা মানতে পারছি না ৷ ওনার মতো শান্ত মানুষ কোনওভাবে এই কাজ করতে পারেন না ৷ আমরা চাই CBI তদন্ত হোক ৷ ব্যবসার কারণে ঋণ নিয়েছিলেন ৷ তার জন্য ওনাকে খুন করা হয়েছে ৷’’

হেমতাবাদ, 15 জুলাই : বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে ৷ দাবি করলেন তাঁর স্ত্রী চাঁদিমা রায় ৷ গতকাল BJP বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পায় ৷ রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে গলায় ফাঁসের উল্লেখ করেছেন চিকিৎসকরা ৷ যা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে হয় ৷

হেমতাবাদে 13 জুলাই বাড়ির অদূরে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় খুনের অভিযোগ তোলে BJP ৷ পরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে ৷ তদন্তভার দেওয়া হবে CID-কে ৷ রাজনৈতিক প্রভাব এর উপর পড়বে না বলে তিনি জানান ৷

তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রীর

স্বরাষ্ট্র সচিব এও জানান, এই ঘটনা সম্ভবত আত্মহত্যা ৷ কিন্তু মৃত বিধায়কের স্ত্রী তা মানতে চাইছেন না ৷ তাঁর অভিযোগ, ‘‘যারা ওনার শত্রু তারাই মেরেছে ৷ পুলিশ যে সুইসাইড নোট পেয়েছে, তাও সাজানো ঘটনা ৷ এটা আত্মহত্যা নয় ৷’’ বিধায়কের স্ত্রীর পাশাপাশি গ্রামবাসীও এক দাবি করেছেন ৷ স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান বলেন, ‘‘আমরা এটা মানতে পারছি না ৷ ওনার মতো শান্ত মানুষ কোনওভাবে এই কাজ করতে পারেন না ৷ আমরা চাই CBI তদন্ত হোক ৷ ব্যবসার কারণে ঋণ নিয়েছিলেন ৷ তার জন্য ওনাকে খুন করা হয়েছে ৷’’

Last Updated : Jul 15, 2020, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.