ETV Bharat / state

ইসলামপুরে পৃথক দুর্ঘটনায় মৃত্যু 2 ব্যক্তির

একটি ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। অন্যটিতে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি বাইকের ৷

accidents in Islamapur
ইসলামপুর
author img

By

Published : Mar 20, 2020, 3:16 PM IST

রায়গঞ্জ, ২০ ফেব্রুয়ারি : দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 ব্যক্তির৷ আহত আরও দু'জন। ঘটনা দুটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ৩১ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন। মৃত ব্যক্তিদের নাম কানাই যাদব (৪৫) ও দিপু কুমার সিং (৩০) । দু'টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

বৃহস্পতিবার রাতে নৈমিত্তিক কাজ সেরে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন কানাই যাদব। পথে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি লরি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ যদিও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

অন্য দুর্ঘটনাটি ঘটে ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার মানুষ গুরুতর জখম আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালেই মৃত্যু হয় রামগঞ্জের আদলগছ এলাকার বাসিন্দা দিপু কুমার সিং-এর। এই ঘটনায় আহত অন্য দু'জনকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। দু'টি পথ দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

রায়গঞ্জ, ২০ ফেব্রুয়ারি : দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 ব্যক্তির৷ আহত আরও দু'জন। ঘটনা দুটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ৩১ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন। মৃত ব্যক্তিদের নাম কানাই যাদব (৪৫) ও দিপু কুমার সিং (৩০) । দু'টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

বৃহস্পতিবার রাতে নৈমিত্তিক কাজ সেরে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন কানাই যাদব। পথে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি লরি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ যদিও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

অন্য দুর্ঘটনাটি ঘটে ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার মানুষ গুরুতর জখম আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালেই মৃত্যু হয় রামগঞ্জের আদলগছ এলাকার বাসিন্দা দিপু কুমার সিং-এর। এই ঘটনায় আহত অন্য দু'জনকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। দু'টি পথ দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.