ETV Bharat / state

অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে ফের আগুন, ফিরল 5 মাস আগের আতঙ্ক - FIRE IN KOLKATA SHOPPING MALL

পাঁচ মাসের ব্যবধানে ফের আগুন লাগল অ্যাক্রোপলিস মলে ৷ আজ সকালে ফুড কোর্টে আগুন লাগে ৷ বন্ধ রাখতে হয় শপিং মল ৷

ETV BHARAT
অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে ফের আগুন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 12:15 PM IST

Updated : Nov 18, 2024, 12:50 PM IST

কলকাতা, 18 নভেম্বর: অ্যাক্রোপলিস মলে ফের অগ্নিকাণ্ড ৷ সোমবার সকালে ওই শপিং মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় ৷ তবে উপস্থিত অগ্নি নির্বাপন ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ আগুনের খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছলেও তার আর দরকার পড়েনি ৷ এই ঘটনায় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় শপিং মল ৷ উল্লেখ্য, পাঁচ মাসের ব্যবধানে ফের আগুন লাগল অ্যাক্রোপলিস মলে ৷

গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে । এরপর সোমবার সকাল হতে না হতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় । অ্যাক্রপলিস মলের ফুড কোর্টের একটি মোমোর দোকানে একটি ফ্রাইং প্যান থেকে আগুন লাগে বলে প্রাথমিক খবর । তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা । ফলে দমকলের আর প্রয়োজন পড়েনি ৷ তবে এই ঘটনায় শপিং মলে তীব্র আতঙ্ক ছড়ায় ৷ কিছুক্ষণের জন্য মল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর পুনরায় শপিং মল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ।

অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে ফের আগুন (নিজস্ব ভিডিয়ো)

ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষ ৷ মলের জনসংযোগ আধিকারিক সর্বাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, "আমাদের ইন্টারনাল স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে আনেন । ওয়াও মোমোর কিচেনে একটি ফ্রাইং প্যানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি । আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । এখন জনসাধারণের জন্য খোলা রয়েছে মল ।"

ETV BHARAT
অ্যাক্রোপলিস মলে ফের আগুন (নিজস্ব চিত্র)

চলতি বছরের জুন মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল অ্যাক্রোপলিস মল ৷ সেবারও ফুড কোর্টের থেকে আগুন লাগে ৷ দীর্ঘ প্রচেষ্টার পর দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছিল ৷ এই ঘটনার ফলে প্রায় মাস দেড়েক বন্ধ ছিল কলকাতার অভিজাত এই শপিং মল ।

ETV BHARAT
অ্যাক্রোপলিস মলে ধোঁয়ায় ভরেছে ফুড কোর্ট (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 নভেম্বর: অ্যাক্রোপলিস মলে ফের অগ্নিকাণ্ড ৷ সোমবার সকালে ওই শপিং মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় ৷ তবে উপস্থিত অগ্নি নির্বাপন ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ আগুনের খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছলেও তার আর দরকার পড়েনি ৷ এই ঘটনায় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় শপিং মল ৷ উল্লেখ্য, পাঁচ মাসের ব্যবধানে ফের আগুন লাগল অ্যাক্রোপলিস মলে ৷

গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে । এরপর সোমবার সকাল হতে না হতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় । অ্যাক্রপলিস মলের ফুড কোর্টের একটি মোমোর দোকানে একটি ফ্রাইং প্যান থেকে আগুন লাগে বলে প্রাথমিক খবর । তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা । ফলে দমকলের আর প্রয়োজন পড়েনি ৷ তবে এই ঘটনায় শপিং মলে তীব্র আতঙ্ক ছড়ায় ৷ কিছুক্ষণের জন্য মল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর পুনরায় শপিং মল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ।

অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে ফের আগুন (নিজস্ব ভিডিয়ো)

ঠিক কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষ ৷ মলের জনসংযোগ আধিকারিক সর্বাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, "আমাদের ইন্টারনাল স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে আনেন । ওয়াও মোমোর কিচেনে একটি ফ্রাইং প্যানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি । আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । এখন জনসাধারণের জন্য খোলা রয়েছে মল ।"

ETV BHARAT
অ্যাক্রোপলিস মলে ফের আগুন (নিজস্ব চিত্র)

চলতি বছরের জুন মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল অ্যাক্রোপলিস মল ৷ সেবারও ফুড কোর্টের থেকে আগুন লাগে ৷ দীর্ঘ প্রচেষ্টার পর দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছিল ৷ এই ঘটনার ফলে প্রায় মাস দেড়েক বন্ধ ছিল কলকাতার অভিজাত এই শপিং মল ।

ETV BHARAT
অ্যাক্রোপলিস মলে ধোঁয়ায় ভরেছে ফুড কোর্ট (নিজস্ব চিত্র)
Last Updated : Nov 18, 2024, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.