শাসন, 18 নভেম্বর: যুবকের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার শাসনের খড়িবাড়ি বাজার এলাকা। দেহ রাস্তায় রেখে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চলে রাজারহাট-খড়িবাড়ি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধও। যার জেরে যানচলাচল স্তব্ধ হয়ে যায় ওই রোডে। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। কার্যত পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় তাঁদের।
এই ঘটনায় শাসন থানার আইসি-সহ মোট 5 পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর সূত্রের। আহত হয়েছেন চার বিক্ষোভকারী। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশকে। এরপরই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ওই এলাকা।
কেন এতটা উত্তপ্ত খড়িবাড়ি এলাকা ?
স্থানীয় সূত্রে খবর, ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগ তুলে রবিবার দুপুরে শাসন থানার দ্বারস্থ হয়েছিলেন মৃতের পরিবারের লোকজন। এক মহিলাকে কাঠগড়ায় তুলে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ করতে থানায় গিয়েছিলেন তাঁরা। কিন্তু, পুলিশ সেই অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ ৷ পাল্টা খুনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ৷ মৃতের পরিবারের দাবি, ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল, যুবককে পিটিয়ে খুন করা হয়েছে । অভিযোগ, পাল্টা দাবির মধ্যেই এদিন বিকেল থেকে খড়িবাড়ি বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ৷ শুরু হয় অবরোধ-বিক্ষোভ। যা চলে রাত পর্যন্ত।
পুলিশ সূত্রে খবর, নিহত আলামিন সাহাজির বাড়ি শাসন থানার অন্তর্গত মহিষগদি সাহাজিপাড়ায়। স্থানীয় এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বছর তেইশের যুবক। বছর খানেক ধরে সেই সম্পর্ক চলার পর সম্প্রতি চিড় ধরেছিল তাতে। সেই কারণেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি, মৃতের পরিবারের। দেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা শাসন থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা অস্বীকার করে ৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন ক্ষুদ্ধ জনতা।
এদিকে, রাতের ঘটনার পর সোমবার সকালে এলাকার পরিস্থিতি ছিল কার্যত থমথমে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীদের পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।