ETV Bharat / state

দিবালোকে শুটআউট, মৃত 1 - রায়গঞ্জ

আজ হঠাৎই পঞ্চায়েত সদস্য তাইমুল দুষ্কৃতী নিয়ে এসে মহম্মদ ফায়ালের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ । এলোপাথারি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন মহম্মদ ফায়াল (24), 10 বছরের নাসিম আখতার, 13 বছরের রোশনি খাতুন ।

শুট আউট মৃত 1
শুট আউট মৃত 1
author img

By

Published : Mar 3, 2021, 5:38 PM IST

রায়গঞ্জ, ৩ মার্চ : উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রকাশ্যে শুটআউট । মৃত এক । গুরুতর আহত আরও 2 ।

প্রায় মাস চারেক আগে ইসলামপুর থানার আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দিরাগছ এলাকায় মহম্মদ ফায়ালের পরিবারে একটি বিবাদ লাগে । বিবাদ নিয়ে স্থানীয় পঞ্চায়েতে সালিশি সভাও বসে । সালিশি সভায় বেশকিছু টাকা জরিমানা ধার্য করা হয় মহম্মদ ফায়ালের পরিবারের উপর । আজ দুপুরে হঠাৎই পঞ্চায়েত সদস্য তাইমুল দুষ্কৃতী নিয়ে এসে মহম্মদ ফায়ালের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথারি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন মহম্মদ ফায়াল (24), 10 বছরের নাসিম আখতার, 13 বছরের রোশনি খাতুন । আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসকরা মহম্মদ ফায়ালকে মৃত বলে ঘোষণা করেন । আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বন্দিরাগছ গ্রামে। শুট আউটে মূল অভিযুক্ত তাইমুল সহ বাকি দুষ্কৃতীরা পলাতক । পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

রায়গঞ্জ, ৩ মার্চ : উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রকাশ্যে শুটআউট । মৃত এক । গুরুতর আহত আরও 2 ।

প্রায় মাস চারেক আগে ইসলামপুর থানার আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দিরাগছ এলাকায় মহম্মদ ফায়ালের পরিবারে একটি বিবাদ লাগে । বিবাদ নিয়ে স্থানীয় পঞ্চায়েতে সালিশি সভাও বসে । সালিশি সভায় বেশকিছু টাকা জরিমানা ধার্য করা হয় মহম্মদ ফায়ালের পরিবারের উপর । আজ দুপুরে হঠাৎই পঞ্চায়েত সদস্য তাইমুল দুষ্কৃতী নিয়ে এসে মহম্মদ ফায়ালের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথারি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন মহম্মদ ফায়াল (24), 10 বছরের নাসিম আখতার, 13 বছরের রোশনি খাতুন । আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসকরা মহম্মদ ফায়ালকে মৃত বলে ঘোষণা করেন । আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বন্দিরাগছ গ্রামে। শুট আউটে মূল অভিযুক্ত তাইমুল সহ বাকি দুষ্কৃতীরা পলাতক । পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.