রায়গঞ্জ, ৪ জুলাই : কুলিক, নাগর ও সুধানি নদীর পর এবার মহানন্দা নদীর জলে প্লাবিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বেশ কয়েকটি গ্রাম । সেখানকার কয়েকটি বাড়িতে নদীর জল ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বন্যার আশঙ্কায় ভুগছে ।
স্থানীয় বাসিন্দা মিরাজ আলম বলেন, " 2017 সালে যেভাবে বন্যা হয়েছিল এবারও সেরকম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে । কেন না সেবারের মতো এবারেও মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে । নদীর জলে এলাকার বাড়ি-ঘর ও পাশ্ববর্তী গ্রামের বাড়িগুলিতে জল ঢুকে যাওয়ায় আমাদের চরম ক্ষতি হয়ে গেছে । এমনকী বহু জমির ফসল জলের তলায় চলে গেছে । এই অবস্থায় বাড়ি-ঘর ছেড়ে অনেকেই স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে ।"
যদিও, এলাকার জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম বলেন, " কয়েক দিনের বৃষ্টির ফলে আমার নির্বাচনী ক্ষেত্র এলাকায় মহানন্দা নদীর ধারের কয়েকটি গ্রামের বাড়িতে জল ঢুকে ক্ষতি হয়ে গেছে । ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করার জন্য ব্যবস্থা নিচ্ছি ।"