ETV Bharat / state

রাস্তায় ছবি এঁকে কোরোনা সচেতনতার বার্তা কালিয়াগঞ্জ পৌরসভার - রায়গঞ্জ

কোরোনা সচেতনতায় রাস্তায় ছবি এঁকে লকডাউন সফল করার বার্তা দিল কালিয়াগঞ্জ পৌরসভা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 12, 2020, 2:15 PM IST

রায়গঞ্জ, 12 এপ্রিল : কখনও এলাকার লোকশিল্পীরা, কখনও পুলিশকর্মী, কখনোবা আশাকর্মীরা গান গেয়েছেন । বারবার নানা মাধ্যমকে হাতিয়ার করে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে গ্রাম থেকে শহরে । এইবার মারণ ভাইরাস সম্পর্কে সচেতন করতে পথে পথে ছবি এঁকে লকডাউন সফল করতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ পৌরসভা । কালিয়াগঞ্জ শহরের রাজপথ থেকে অলিতে গলিতে অঙ্কন শিল্পীদের দিয়ে আঁকানো হল কোরোনা সচেতনতা বার্তা আর মানুষকে ঘরে থাকার আবেদন ।

কোরোনা এখন বিশ্বজুড়ে একটা আতঙ্ক । দেশ জুড়ে চলছে লকডাউন । এই ভাইরাস মোকাবিলায় চলছে সরকারি স্তরে সচেতনতার প্রচার । কিন্তু অনেকেরই চৈতন্য নেই । তারা রাস্তায় বেরিয়ে লকডাউন ভঙ্গ করছে । এইসব অবুঝ মানুষকে বোঝাতে এবং নাগরিকদের সচেতন করতে ভিন্ন পথ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা । কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা ও এলাকায় শিল্পীদের দিয়ে ছবি আঁকাচ্ছে তারা । শহরের গুরুত্বপূর্ণ জায়গা যেমন সুকান্ত মোড়, বিবেকানন্দ মোড়, কালীবাড়ি মোড়ে চিত্রশিল্পীরা এই কাজ করে চলেছেন । রাস্তা জুড়ে ছবি আঁকছেন শিল্পীরা, লেখা হচ্ছে সতর্কতার নানা বার্তাও ।

কালিয়াগঞ্জের পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল জানান, মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভা বিভিন্ন জায়গায় অঙ্কন শিল্পীদের দিয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছে কোরোনার বিরুদ্ধে ।

রায়গঞ্জ, 12 এপ্রিল : কখনও এলাকার লোকশিল্পীরা, কখনও পুলিশকর্মী, কখনোবা আশাকর্মীরা গান গেয়েছেন । বারবার নানা মাধ্যমকে হাতিয়ার করে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে গ্রাম থেকে শহরে । এইবার মারণ ভাইরাস সম্পর্কে সচেতন করতে পথে পথে ছবি এঁকে লকডাউন সফল করতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ পৌরসভা । কালিয়াগঞ্জ শহরের রাজপথ থেকে অলিতে গলিতে অঙ্কন শিল্পীদের দিয়ে আঁকানো হল কোরোনা সচেতনতা বার্তা আর মানুষকে ঘরে থাকার আবেদন ।

কোরোনা এখন বিশ্বজুড়ে একটা আতঙ্ক । দেশ জুড়ে চলছে লকডাউন । এই ভাইরাস মোকাবিলায় চলছে সরকারি স্তরে সচেতনতার প্রচার । কিন্তু অনেকেরই চৈতন্য নেই । তারা রাস্তায় বেরিয়ে লকডাউন ভঙ্গ করছে । এইসব অবুঝ মানুষকে বোঝাতে এবং নাগরিকদের সচেতন করতে ভিন্ন পথ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা । কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা ও এলাকায় শিল্পীদের দিয়ে ছবি আঁকাচ্ছে তারা । শহরের গুরুত্বপূর্ণ জায়গা যেমন সুকান্ত মোড়, বিবেকানন্দ মোড়, কালীবাড়ি মোড়ে চিত্রশিল্পীরা এই কাজ করে চলেছেন । রাস্তা জুড়ে ছবি আঁকছেন শিল্পীরা, লেখা হচ্ছে সতর্কতার নানা বার্তাও ।

কালিয়াগঞ্জের পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল জানান, মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভা বিভিন্ন জায়গায় অঙ্কন শিল্পীদের দিয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছে কোরোনার বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.