ETV Bharat / state

রায়গঞ্জের হোমে মূক ও বধিরদের ভাইফোঁটা উদযাপন

প্রতি বছর হোমের অধ্যক্ষের ঘরের সামনে ফোঁটার আয়োজন করা হয় । এবার কোরোনা পরিস্থিতির কারণে সেই সূচিতে পরিবর্তন করা হয় ।

bhai phota of physically challenged people
রায়গঞ্জের হোমে মূক ও বধিরদের ভাইফোঁটা
author img

By

Published : Nov 16, 2020, 3:05 PM IST

রায়গঞ্জ, 16 নভেম্বর : "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা ।" কথা বলতে না পারলেও এভাবে হোমের 49 জন ভাইকে ফোঁটা দিলেন রায়গঞ্জের একটি(মূক-বধির) হোমের 13 জন মহিলা আবাসিক । ভাইফোঁটা উপলক্ষে আজ খাওয়া দাওয়ারও বিশেষ আয়োজন করে হোম কর্তৃপক্ষ ।

রায়গঞ্জের কর্ণজোড়ায় রয়েছে ওই হোম । হোমে 49 জন ছেলে এবং 13 জন মেয়ে আবাসিক রয়েছে । প্রতিবছর হোমে ভাইফোঁটার আয়োজন করা হয় । ভাইফোঁটা উপলক্ষে সকাল থেকে আবাসিকরা নতুন জামা-কাপড় পরে ফোঁটা দেওয়ার জন্য তৈরি হয় । প্রতিবছর নিজস্ব আবাসন ছেড়ে বাইরে বেরিয়ে অধ্যক্ষের ঘরের সামনে বসে ফোঁটা নেয় । এবার ছবিটা একটু অন্যরকম । কোরোনা পরিস্থিতিতে বোনেরা ভাই ও দাদাদের হোস্টেলে গিয়ে ফোঁটা দেয় । ভাই-বোন প্রত্যেকেই মূক ও বধির । আওয়াজ করতে না পারলেও কপালে চন্দন দিয়ে কি বলতে হয় সেটা তাঁরা হাবেভাবে বুঝিয়ে দেয় ।

হোম কর্তৃপক্ষ তাদের জন্য মিষ্টির ব্যবস্থা করে । ফোঁটা দেওয়ার পর ভাইদের পাতে মিষ্টি তুলে দেওয়া হয় । হোমের অধ্যক্ষ পার্থসারথি দাস জানান, "ভাইফোঁটা উপলক্ষে আজ হোমের আবাসিকদের দুপুরে মাছ ও শেষ পাতে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে ।"

রায়গঞ্জ, 16 নভেম্বর : "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা ।" কথা বলতে না পারলেও এভাবে হোমের 49 জন ভাইকে ফোঁটা দিলেন রায়গঞ্জের একটি(মূক-বধির) হোমের 13 জন মহিলা আবাসিক । ভাইফোঁটা উপলক্ষে আজ খাওয়া দাওয়ারও বিশেষ আয়োজন করে হোম কর্তৃপক্ষ ।

রায়গঞ্জের কর্ণজোড়ায় রয়েছে ওই হোম । হোমে 49 জন ছেলে এবং 13 জন মেয়ে আবাসিক রয়েছে । প্রতিবছর হোমে ভাইফোঁটার আয়োজন করা হয় । ভাইফোঁটা উপলক্ষে সকাল থেকে আবাসিকরা নতুন জামা-কাপড় পরে ফোঁটা দেওয়ার জন্য তৈরি হয় । প্রতিবছর নিজস্ব আবাসন ছেড়ে বাইরে বেরিয়ে অধ্যক্ষের ঘরের সামনে বসে ফোঁটা নেয় । এবার ছবিটা একটু অন্যরকম । কোরোনা পরিস্থিতিতে বোনেরা ভাই ও দাদাদের হোস্টেলে গিয়ে ফোঁটা দেয় । ভাই-বোন প্রত্যেকেই মূক ও বধির । আওয়াজ করতে না পারলেও কপালে চন্দন দিয়ে কি বলতে হয় সেটা তাঁরা হাবেভাবে বুঝিয়ে দেয় ।

হোম কর্তৃপক্ষ তাদের জন্য মিষ্টির ব্যবস্থা করে । ফোঁটা দেওয়ার পর ভাইদের পাতে মিষ্টি তুলে দেওয়া হয় । হোমের অধ্যক্ষ পার্থসারথি দাস জানান, "ভাইফোঁটা উপলক্ষে আজ হোমের আবাসিকদের দুপুরে মাছ ও শেষ পাতে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.