কলকাতা, 13 নভেম্বর: পুরুষ এবং মহিলা সিঙ্গলসে চ্য়াম্পিয়ন যথাক্রমে অঙ্কুর ভট্টাচার্য ও মৌমিতা দত্ত ৷ সবমিলিয়ে নয়া চ্য়াম্পিয়ন পেল রাজ্য টেবল টেনিস চ্য়াম্পিয়নশিপ ৷ প্রয়াত 'দ্রোণাচার্য' কোচ জয়ন্ত পুশিলালের নামাঙ্কিত রাজ্য টিটি শেষ হল মঙ্গলবার ৷ যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় 1700 প্য়াডলার ৷ মঙ্গলবার ফাইনালে ওয়াকওভার পেয়ে সিনিয়র পর্যায়ে প্রথমবার খেতাব জিতলেন অঙ্কুর ভট্টাচার্য ৷ জ্বর নিয়ে খেলতে নেমে দু'টো গেম খেলার পর অসুস্থতা বোধ করেন অনির্বাণ এবং ওয়াকওভার দেন।
সবমিলিয়ে হাওড়াকে দলগত সাফল্য উপহার দেওয়ার পর অনূর্ধ্ব-19 এবং পুরুষ সিঙ্গলসে খেতাব জিতলেন অঙ্কুর। অর্থাৎ, রাজ্য টিটি'তে দ্বিমুকুট হাওড়ার ছেলের ৷ জাতীয় এবং আর্ন্তজাতিক স্তরে নিয়মিত সাফল্য, এবার রাজ্য টিটি'তে প্রথমবার সিনিয়র বিভাগে খেতাব জয় ৷ প্রতিক্রিয়ায় অঙ্কুর বলেন, "সর্বভারতীয় পর্যায়ে সামনের যে টুর্নামেন্টগুলো আছে তা খেলব। আমার পাখির চোখ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই নিয়মিত ৷" ইতালিতে খেলতে যাওয়ার কথা থাকলেও ভিসা সমস্যায় তা হয়নি। সেই আক্ষেপ যেন দ্বিমুকুট জিতে মেটালেন প্রাক্তন প্যাডলার অংশুমান ভট্টাচার্যের পুত্র।
অন্যদিকে রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরে বয়সভিত্তিক সবক'টি বিভাগে আগে চ্যাম্পিয়ন হয়েছেন মৌমিতা দত্ত। তবে সিনিয়র পর্যায়ের খেতাবটা অধরা ছিল। চারবছর পরে রাজ্য টিটি'তে অংশ নিয়ে সেই আক্ষেপ মেটালেন মৌমিতা। আলোকিকা সেনকে 4-0 হারিয়ে তৃপ্ত মৌমিতা বলেন, "এবার প্রায় বিনা প্রস্তুতিতে নেমেছিলাম। চ্যাম্পিয়ন হব ভাবিনি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই খুশি। পরাজিত হলেও আলোলিকা ভালো খেলেছে ৷"
পাশাপাশি অনূর্ধ্ব-19 মেয়েদের বিভাগে খেতাব উত্তর 24 পরগনার দিৎসা রায়ের। অনূর্ধ্ব-17 বালকদের চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতার পুনিত বিশ্বাস। ফাইনালে তিনি হাওড়ার প্রত্যুষ মণ্ডলকে 3-1 ব্যবধানে পরাজিত করেন। এই বিভাগের মেয়েদের চ্য়াম্পিয়ন অভিষা কর্মকার। অনূর্ধ্ব-15 ছেলে এবং মেয়েদের বিভাগে খেতাব উঠল শ্রেষ্ঠ চক্রবর্তী ও আরোহী রায়ের হাতে।
অনূর্ধ-13 বালক বিভাগে খেতাব উত্তর কলকাতার সৌসূর্য্য বন্দ্যোপাধ্য়ায়ের। একই বিভাগে বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতার সাতুর্যা বন্দ্যোপাধ্যায়। অনূর্ধ্ব-11 বালক বিভাগে চ্যাম্পিয়ন আরিভ দত্ত। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন উত্তর কলকাতার অক্ষ্মিতা মাহাতো। সফল প্যাডলারদের হাতে মঙ্গলবার পুরস্কার তুলে দেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস সংস্থার সভাপতি স্বপন বন্দোপাধ্যায় ও যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত। হাজির ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও বর্তমানে ভারতীয় জাতীয় মহিলা দলের কোচ সৌরভ চক্রবর্তী।