রায়গঞ্জ, 21 জানুয়ারি : চুপচাপ মনোনীত করা নয়, নির্বাচনের মাধ্যমে সংঘের পরিচালন সমিতি তৈরি করতে হবে ৷ এই দাবিতে রাস্তায় টায়ার জালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর এই আন্দোলনে উত্তেজনা ছড়ায়।
কালিয়াগঞ্জ গ্রামীণ অবহেলিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ব্যানারে এই আন্দোলনে স্তব্ধ হয়ে যায় কালিয়াগঞ্জ শহর সহ রায়গঞ্জ-বালুরঘাট 10 নম্বর রাজ্য সড়ক। কালিয়াগঞ্জের ব্লক প্রশাসন জানিয়েছে, আলোচনার মাধ্যমে অবরোধ তোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি।
আরও পড়ুন : জেলা কার্যালয়ে ভাঙচুর, গাড়িতে আগুন; বিজেপির গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বর্ধমান
কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাংশ গত দুবছর ধরে বঞ্চনার প্রতিবাদ করে আসছেন । কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ সহ নানা সরকারি সুযোগ সুবিধা কোনও কিছুই পাচ্ছেন না তাঁরা বলে অভিযোগ। দলের সম্পাদিকা পরিবর্তনের জন্য গত পাঁচ বছর ধরে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন পর্যন্ত দরবার করেও কোনও সুরাহা হয়নি । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, প্রশাসন টালবাহানা করে চলেছে। প্রশাসনিক এই বঞ্চনার প্রতিবাদে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আজ পথ অবরোধ করেন।