ETV Bharat / state

"বউ চাই", প্ল্যাকার্ড হাতে ধরনা যুবকের - sit in

রেজিস্ট্রির পরই পালিয়ে যায় বউ । তাই বউয়ের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় যুবক ।

ধরনা
author img

By

Published : Jun 7, 2019, 6:13 PM IST

Updated : Jun 7, 2019, 7:45 PM IST

রায়গঞ্জ, 7 জুন : প্রেমিকাকে ফিরে পেতে ধরনায় বসেছিলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোপাল বল । তবে এবার প্রেম নয়, বউয়ের দাবিতে ধরনায় বসলেন তিনি । দাবি, সামাজিক বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছে তাঁর স্ত্রী ।

গোপালের দাবি, চলতি বছরের 26 এপ্রিল কানকির বাসিন্দা মনখুশি সরকারের সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর । 21 জুন তাঁদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু, তিনি জানতে পারেন তাঁর স্ত্রীকে পাওয়া যাচ্ছেন না । গোপালের দাবি, এই বিষয়ে শ্বশুরবাড়ির লোকও কোনও সাহায্য করছে না । এরপরই তিনি শ্বশুরবাড়ির সামনে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেন ।

এরপর আজ সকালে বউকে খুঁজে দেওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তিনি । সঙ্গে প্ল্যাকার্ড, "বউ চাই" । গোপালবাবু বলেন, "বিয়ের 13 দিন আগে আমার বউ পালিয়ে গেছে । আমি আমার বউকে ফেরত চাই । যতক্ষণ না বউকে এনে দিচ্ছে ততক্ষণ শ্বশুরবাড়ির সামনে ধরনা চলবে ।"

শুনুন গোপাল বলের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : প্রতিষ্ঠিত পাত্র চেয়েছিলেন লিপিকা; আঘাত দেব না, প্রতিজ্ঞা অনন্তর

যদিও এবিষয়ে গোপাল বলের শ্বশুরবাড়ির সদস্যদের প্রতিক্রিয়া মেলেনি ।

এই সংক্রান্ত আরও খবর : "আমার ভালোবাসার দাম দাও"

রায়গঞ্জ, 7 জুন : প্রেমিকাকে ফিরে পেতে ধরনায় বসেছিলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোপাল বল । তবে এবার প্রেম নয়, বউয়ের দাবিতে ধরনায় বসলেন তিনি । দাবি, সামাজিক বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছে তাঁর স্ত্রী ।

গোপালের দাবি, চলতি বছরের 26 এপ্রিল কানকির বাসিন্দা মনখুশি সরকারের সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর । 21 জুন তাঁদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু, তিনি জানতে পারেন তাঁর স্ত্রীকে পাওয়া যাচ্ছেন না । গোপালের দাবি, এই বিষয়ে শ্বশুরবাড়ির লোকও কোনও সাহায্য করছে না । এরপরই তিনি শ্বশুরবাড়ির সামনে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেন ।

এরপর আজ সকালে বউকে খুঁজে দেওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তিনি । সঙ্গে প্ল্যাকার্ড, "বউ চাই" । গোপালবাবু বলেন, "বিয়ের 13 দিন আগে আমার বউ পালিয়ে গেছে । আমি আমার বউকে ফেরত চাই । যতক্ষণ না বউকে এনে দিচ্ছে ততক্ষণ শ্বশুরবাড়ির সামনে ধরনা চলবে ।"

শুনুন গোপাল বলের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : প্রতিষ্ঠিত পাত্র চেয়েছিলেন লিপিকা; আঘাত দেব না, প্রতিজ্ঞা অনন্তর

যদিও এবিষয়ে গোপাল বলের শ্বশুরবাড়ির সদস্যদের প্রতিক্রিয়া মেলেনি ।

এই সংক্রান্ত আরও খবর : "আমার ভালোবাসার দাম দাও"

Intro:কানকি,০৭ জুনঃ- জলপাইগুড়ির পর এবার উত্তর দিনাজপুরেও বৌ-এর দাবিতে ধর্নায় বসলেন এক যুবক।তার দাবি,সামাজিক মতে বিয়ে ঠিক হওয়ার ১৩ দিন আগেই শ্বশুরবাড়ি থেকে হটাৎই নিখোঁজ হয়েছেন তার স্ত্রী।যতক্ষণ পর্যন্ত তাকে ফিরে পাওয়া না যাচ্ছে ততক্ষণ শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় বসে থাকবেন তিনি।উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার সাহাপুরের বাসিন্দা ওই যুবক গোপাল বল কানকি এলাকার তার হবু শ্বশুরবাড়ির সামনে নিজের দুই বন্ধুকে নিয়ে ধর্নায় বসেছেন।হাতে প্ল্যাকার্ড ''ধরনা--দাবি বৌ চাই''।

গোপালববাবুর দাবি, চলতি বছরের এপ্রিল মাসে কানকির বাসিন্দা মনখুশি সরকারের সঙ্গে রেজিস্ট্রি মেরেজ হয়ে যায়।আগামী ২১ জুন তাদের সামাজিকভাবেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল।কিন্তু হটাৎই তারা জানতে পারেন তার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না।কোথায় গিয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না শ্বশুরবাড়ির লোকেরা।তাতেই গোপালবাবুর সন্দেহ বাড়ির লোকেরাই তাকে কোথাও লুকিয়ে রেখেছে।বিষয়টি মাথায় আসতেই স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে ধর্না শুরু করেন তিনি।তার দাবি,যতক্ষণ না তার হবু স্ত্রীকে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্না চলবেই।

গোপালবাবু বলেন,আমাদের গত এপ্রিল মাসে আইনমাফিক আমাদের রেজিস্ট্রি মেরেজ হয়ে গিয়েছে।আগামী ২১জুন সামাজিক মতে বিয়ে হওয়ার কথা ছিল।কিন্তু হটাৎ করেই আমার হবু স্ত্রীকে খুজে পাওয়া যাচ্ছে না।আমার স্ত্রীকে ফিরে না পাওয়া পর্যন্ত আমার ধর্না চলবেই।

বাইট-- গোপাল বল।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:আভবConclusion:আহচ
Last Updated : Jun 7, 2019, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.